Today: 29 Jun 2017 - 02:59:27 pm

বোদায় ক্ষুদে গানরাজের তিলোত্তমা বিশ্বাসকে সংবর্ধনা

Published on Thursday, May 18, 2017 at 2:58 pm

 বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: বোদায় চ্যানেল আইয়ের জনপ্রিয় ক্ষুদে প্রতিভা অন্বেশন প্রতিযোগীতা ক্ষুদে গান রাজের চুড়ান্ত পর্বে বিশেষ পুরষ্কার প্রাপ্ত তিলোত্তমা বিশ্বাস কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় উপজেলা বটমূল চত্তরে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই সংবর্ধনা আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি সৈয়দ মাহমুদ হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: ওয়াহিদুজ্জামান সুজা, বোদা থানার অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন প্রমুখ।

বিশেষ সম্মননা হিসেবে তিলোত্তমা বিশ্বাসকে ক্রেস্ট, আর্থিক অনুদান প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠানে অন্যান্য শিল্পিদের সাথে তিলোত্তমা বিশ্বাস গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখে।

মতামত