Today: 29 Jun 2017 - 03:08:01 pm

ঠাকুরগাঁওয়ে শিক্ষক ও কর্মচারীদের বিক্ষোভ ও সমাবেশ

Published on Thursday, May 18, 2017 at 3:37 pm

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে রিভারভিউ উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বর কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দিপেন্দ্র নাথ ঝাঁ প্রমুখ।

বক্তারা এ সময় সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার দাবি জানান। পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

মতামত