Today: 25 Jun 2017 - 04:23:29 am

পীরগঞ্জে আসছেন স্পিকার

Published on Friday, May 19, 2017 at 11:16 am

 পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:জাতীয় সংসদের স্পিকার ও (রংপুর-৬) পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আগামীকাল শনিবার সকালে পীরগঞ্জে আসছেন।

এদিন সকাল ১০টায় তিনি খালাশপীর বঙ্গবন্ধু কলেজ আয়োজিত এসএসসি পর্যায়ে উপজেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩০ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর দুপুরে উপজেলা পরিষদ মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখবেন। শেষে তিনি উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন।

মতামত