Today: 29 Jun 2017 - 03:08:29 pm

বগুড়ায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

Published on Friday, May 19, 2017 at 5:51 pm

বগুড়া: বগুড়া শহরতলির গোকুল জামে মসজিদের সামনে ট্রাকের ধাক্কায় শান্ত শেখ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার দুই বন্ধু সাব্বির ও আলিক আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের চাচা রফিকুল ইসলাম সবুজ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শান্ত মারা যায়। আহতদের টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, বগুড়া শহরের আটাপাড়া আল্লামিয়াতলা এলাকার ঠান্ডু শেখের ছেলে শান্ত শেখ সরকারি আজিজুল হক কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল। শুক্রবার সকালে সে মহাস্থান থেকে মোটরবাইকে (নওগাঁ-হ-১১-৯৩৯৩) দুই বন্ধু আটাপাড়ার সাব্বির ও ফুলবাড়ির আলিককে নিয়ে বাড়ির দিকে ফিরছিল। সকাল ১০টার দিকে গোকুল জামে মসজিদের সামনে উত্তরবঙ্গ মহাসড়কে পৌঁছালে রংপুরগামী অজ্ঞাত ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

মতামত