আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

পুরুষরা এমন কেন!

রবিবার, ২১ মে ২০১৭, দুপুর ১০:৫১

 নারী এবং পুরুষের পছন্দ, অপছন্দে যেমন পার্থক্য রয়েছে তেমনি তাঁদের নানা কাজকর্ম ও চিন্তায়ও রয়েছে অনেক ব্যবধান৷ জার্মান নারী-পুরুষদের সম্পর্কে তারই কিছু নমুনা পাবেন ছবিঘরে৷ জার্মানিতে নারীদের তুলনায় পুরুষরা বেশি রক্ত দান করে থাকেন৷ শতকরা ৫৬ ভাগ পুরুষ যেখানে রক্ত দান করেন, সেখানে নারীরা দান করেন শতকরা ৪২ ভাগ৷ রক্তদানকারী বেশিরভাগ পুরুষের বয়সই ৫০-এর বেশি৷ জার্মান স্বাস্থ্যকেন্দ্র থেকে এই তথ্য জানা গেছে৷

মোটা পুরুষ দিনদিন বাড়ছে অন্যান্য অনেক দেশের মতো জার্মানিতেও মোটা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে৷ জার্মান পুষ্টি সোসাইটির ডিজিই-র সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে, জার্মানিতে অতিরিক্ত মোটা পুরুষের সংখ্যা শতকরা ৫৯ ভাগ আর মোটা নারী শতকরা ৩৭ভাগ৷ দাঁতের যত্নে নারীরা এগিয়ে একটি অনলাইন সমীক্ষা থেকে বেরিয়ে এসেছে যে, জার্মানিতে শতকরা ৮০ ভাগ নারী সকাল ও রাতে, অর্থাৎ দু’বেলাই দাঁত ব্রাশ করেন৷ এক্ষেত্রে পুরুষদের শতকরা মাত্র ৬২ ভাগ দু’বেলা ব্রাশ করেন৷ শুধু তাই নয়, দাঁতকে খুব ভালো করে পরিষ্কার রাখার জন্য শতকরা ৪৪ জন নারী ইলেক্ট্রিক ব্রাশ ব্যবহার করেন৷ আর শতকরা ৭৫ জন পুরুষ আগের মতোই সাধারণ দাঁতব্রাশ ব্যবহার করেন৷ ঠান্ডায় বেশি কাবু হয় পুরুষ পুরুষরা মেয়েদের চেয়ে শক্তিশালী, তারা ঠান্ডা মাথায় কাজ করে – সচরাচর এমনটি শোনা গেলেও পুরুষরা কিন্তু সর্দিকাশি বা ঠান্ডা লাগাসহ নানা সংক্রমণ রোগে তাড়াতাড়ি আক্রান্ত হয়৷ এমনকি যক্ষা রোগেও ছেলেরা বেশি মারা যায়৷ এই তথ্যটি প্রকাশ করেছে ব্রিটিশ ম্যাগাজিন ‘নেচার কমিউনিকেশনস’৷ দাড়ি নিয়ে সাবধান! অনেক পুরুষকেই নিজের দাড়িতে হাত দিয়ে বিলি কাটতে বা পেঁচাতে বা কিছু একটা করতে দেখা যায়৷ হাতে থাকা জীবাণু গালে ছড়িয়ে যেতে পারে বলে জানান মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক গবেষকদল৷ তাই চুলের মতো দাড়িও নিয়মিত শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ তাঁদের৷ আর হাত তো অবশ্যই, জীবাণুমুক্ত রাখতে হবে৷ পুরুষদেরও বলিরেখা থেকে মুক্তি নেই! ত্বকের সৌন্দর্য বা বলিরেখা নিয়ে কোনো কথা হলে মানুষ প্রায় ধরেই নেয় যে, এর মাধ্যমে নারীদেরকেই বোঝানো হচ্ছে৷ মেয়েদের ২০-এর পর থেকেই হালকা বলিরেখা বা ভাঁজ পড়তে শুরু করে৷ আর ৩০ বছর বয়স পর্যন্ত ছেলেদের ত্বক মসৃণ থাকে বটে, তবে ৩৫-এর পর থেকেই তাদের ত্বক বেশ তাড়াতাড়ি বুড়ো হতে বা বলিরেখা পড়তে শুরু করে৷ বিভিন্ন প্রসাধনি প্রস্তুতকারক কোম্পানি এমনটিই জানিয়ে আসছে৷ ডিডব্লিউ

মন্তব্য করুন


 

Link copied