আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

আদিবাসিদের জন্য ভুমি কমিশন তৈরি দরকার- রংপুরে সুলতানা কামাল

সোমবার, ২২ মে ২০১৭, বিকাল ০৭:৫৮

 রণজিৎ দাস, ২২ শে মে ॥ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, একটা জনগোষ্ঠির নিজস্ব ইচ্ছার দলিল হলো সংবিধান। সংবিধান অনুযায়ী সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা দিতে হবে। ভুমি কমিশন তৈরিতে যে যেখানে আছে তাকে সেই অবস্থানে কাজ করতে হবে। আদিবাসিদের জন্য ভুমি কমিশন তৈরি দরকার। এ কমিশন গঠন হলে আদিবাসীদের ভুমি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। সোমবার রংপুর আরডিআরএস রোকেয়া মিলনায়তনে সমতলে আদিবাসীদের ভুমি অধিকার সংরক্ষনে উত্তর-পশ্চিমাঞ্চলের ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠির জন্য পৃথক ভুমি কমিশনের দাবিতে সেমিনার ও ১০ হাজার আদিবাসি লোকের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, সব মানুষের অধিকার সমান থাকবে, কোন বৈষম্য হবে না। দেশ স্বাধীনের মুলমন্ত্র এবং আমাদের সংবিধানেও তা রয়েছে। আদিবাসি, ক্ষুদ্র নৃ-তাত্বিক গোষ্ঠি বলে ছোট করে দেখার উপায় নেই। তারাও এদেশের নাগরিক। দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধে তাদেরও অবদান রয়েছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের একসাথে কাজ করতে হবে। কোন গোষ্ঠি বা জাতিকে পিছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। নেটওয়ার্ক অব নন মেইনট্রিম মার্জিনালাইজড কমিউনিটিস(এনএনএমসি) চেয়ারপার্সন সজল কুমার চৌধুরির সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক একেএম মারুফ হাসান(রাজস্ব), বেসরকারি উন্নয়ন সংস্থা হেকস-এর কান্ট্রি ডিরেক্টর অনীক আসাদ, সেড এর পরিচালক ফিলিপ গাইন প্রমুখ। এনএনএমসি’র আয়োজনে অনুষ্ঠানে রংপুর ও রাজশাহী বিভাগের ৫ জেলার বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ণ সংগঠনের কর্মকর্তা, সরকারি ও বেসরকারি সংস্থা, আদিবাসি ও ক্ষুদ্র নৃ-তাত্বিক গোষ্ঠির প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে একটি র‌্যালি নিয়ে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে বিভাগী কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন


 

Link copied