আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

সৈয়দপুরে সাকিব হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শনিবার, ১৭ জুন ২০১৭, দুপুর ০৪:৪২

দুই বছর পেরিয়ে গেলেও আজও হত্যাকান্ডের কোনো বিচার হয়নি নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র সিরাজুল ইসলাম মনির খান সাকিবের। এই হত্যার বিচার ও খুনিদের অবিলম্বে চিহিৃত করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সৈয়দপুরের সর্বস্তরের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১০টায় সাকিব হত্যার বিচারের দাবিতে সৈয়দপরের সর্বস্তরের শিক্ষার্থী ব্যানারে সৈয়দপুর প্রেসকাবের সামনে ঘন্টা ব্যাপী এক বিশাল মানববন্ধনে সরকারি কারিগরি কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের পাশাপাশি অংশ নেয় বিভিন্ন স্তরের মানুষ। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাকিবের বাবা হাবিবুর রহমান খান, সাকিবের সহপাঠি কাজী তানজিজুল হক তানজিল, রিফাহ সানজিদা অনন্যা, খন্দকার আবিদা সুলতানা রিয়া, মুজাহেদীন ইসলাম চৌধুরী, আব্দুল আউয়াল হৃদয়, কাজী নাইম ইজাজ সহ অন্যান্য সহপাঠিরা। এছাড়া মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, শিক্ষার্থীদের পক্ষে আসাদুজ্জামান আসাদ, শিক্ষানগরী সৈয়দপুরের সাধারণ সম্পাদক খুরশিদ জামান কাকন, আমাদের প্রিয় সৈয়দপুরের সাংগঠনিক সম্পাদক মিঠুন হাসান আয়ান, সেতুবন্ধুনের সভাপতি আলমগীর হোসেন, পরিবতর্ন চাই নীলফামারী জেলার টিম লিডার নাইমুল ইসলাম নয়ন, সৈয়দপুর বন্ধন শিল্পিগোষ্ঠির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন রকি, ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ চৌধুরী, ঢাকাস্থ সৈয়দপুর ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজির আহমেদ, টিফিন প্রতিষ্ঠাতা তানভীর ফুয়াদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাকিব হত্যার দুই বছর পেরিয়ে গেলেও এখনো এর বিচার না হওয়া ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এর সুষ্ঠু বিচারের দাবী তোলেন প্রশাসনের কাছে। বিচারে গড়িমসি হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে নামার ঘোষনা দেয় সৈয়দপুরের ছাত্র সমাজ। মানববন্ধন শেষে সাকিব হত্যা বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ্য যে, ২০১৫ সালের ১৩ জুন সাকিবের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটে সরকারি কারিগারি কলেজ সংলগ্ন আবাসিক এলাকায়। এ ঘটনায় সাকিবের বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এই হত্যাকান্ডে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তিতে মামলাটি স্থানান্তরিত করা হয় সিআইডির কাছে। হত্যার শিকার সাকিব নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ পাঠানপাড়ার বাসিন্দা নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কার্যালয়ের বিক্রয় সহকারী আলহাজ্ব হাবিবুর রহমানের ছেলে। সৈয়দপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভর্তির পর থেকে সৈয়দপুর শহরের কলেজপাড়ায় একটি ভাড়া বাড়িতে বাবা-মা’র সঙ্গে থাকতো সাকিব। ঘটনার আগের দিন (১২ জুন/২০১৫) সকালে ভাড়া বাসায় সাকিবকে একাই রেখে বাবা-মা তাদের ছোট মেয়েকে নিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ পাঠানপাড়ায় গ্রামের বাড়িতে যান। তারা সেখান থেকে পরদিন (১৩ জুন/২০১৫) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সৈয়দপুর ভাড়া বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে বাইরে থেকে ছেলে সাকিবকে ডাকতে থাকেন। কিন্তু কোন সাড়া শব্দ না পাওয়ায় তারা বাসার পেছনের দরজা খোলা পেয়ে বাসার ভেতর প্রবেশ করে ঘরে ভেতর লাশ দেখতে পায় তারা। সে সময় সাকিবের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় ঘরে তীরের সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ছিল। লাশের ময়নাতদন্তের রির্পোটে হত্যাকান্ডের কথা বলা হয়। এই হত্যাকান্ডের ঘটনার পরের দিন (১৪ জুন/২০১৫) সাকিবের সহপাঠীরা মানববন্ধন করে। উত্তরবাংলাডটকমে প্রকাশিত সাকিব হত্যাকান্ডের সংবাদের লিঙ্ক নিচে দেওয়া হলো পরিকল্পিত হত্যা॥সৈয়দপুরে স্কুল ছাত্রের লাশ উদ্ধার সৈয়দপুরে স্কুল ছাত্র হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

মন্তব্য করুন


 

Link copied