আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

ডোমারে আরএমপি নারী শ্রমিকরা এমপির পা জড়িয়ে কাঁদলো

বুধবার, ২১ জুন ২০১৭, বিকাল ০৬:২৭

নীলফামারী ডোমার উপজেলার দশ ইউনিয়নের এলজিইডির আওতায় আরএমপি প্রকল্পের (রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোডমেইনটেনেস কর্মসূচী-২) নারী শ্রমিকরা তাদের বকেয়া চার মাসের মজুরীটাকা আজ বুধবারও পায়নি। এ দিন ১০০ নারী শ্রমিদদের পাওয়া চার মাসের করে বেতন ১৮ লাখ টাকা পরিশোধের কথা ছিল। সকাল ১০টা হতে নারী শ্রমিকরা উপজেলা পরিষদে প্রকৌশলী অফিসে এলে অফিসে কাউকে পায়নি তারা। দুপুরে উপজেলা পরিষদের হল রুমে টিআর প্রকল্পের চেকের মাধ্যমে টাকা বিতরনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার আসলে নারী শ্রমিকরা সংসদ সদস্যদের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়ে। এ সময় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার নারী শ্রমিকদের মুখে অভিযোগের কথা জানার পর তিনি তাদের যৌক্তিক দাবীকে সমর্থন করে বলেন,আপনাদের বিষয়টি বিভিন্ন মাধ্যমে আগেই অবগত হয়েছি। এ সময় গা-ঢাকা দিয়ে থাকা উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান ডেকে আনেন এমপি আফতাব উদ্দিন সরকার। তিনি ইদের আগেই নারী শ্রমিকদের টাকা পরিশোধের জন্য প্রকৌশলীকে নির্দেশ দেন। এ সময় নারী শ্রমিকদের মধ্যে আরএমপি প্রকল্পের বামুনিয়া ইউনিয়নের নারী শ্রমিকদের সভাপতি বিউটি বেগম (৩০), হরিণচড়া ইউনিয়নের সভাপতি মিনি বেগম (৪০), গোমনাতী ইউনিয়নের সভাপতি মতিনা বেগম (৪০) অভিযোগ করে জানায়, প্রকৌশলীর সহ ওই অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ নিয়ে ডোমার উপজেলার বিএনপির সহ সাধারন সম্পাদক ও ঠিকাদার  মোজাফফর আলী কিছু ঠিকাদার নিয়ে এসে আমাদের নারী শ্রমিকদের হুমকী ও লাঞ্চিত করেছিল। চারজন নারী শ্রমিক ডোমার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। এ ব্যাপারে আফতাব উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন ইদের আগে যদি নারী শ্রমিকদের পাওনা ১৮ লাখ টাকা তারা না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ যে এর আগে রবিবার (১৮ জুন) ওই নারী শ্রমিকদের মজুরীর টাকা দেয়ার কথা ছিল। সে সময় টাকা দিতে না পারলে নারী শ্রমিকদের ধাওয়া খেয়ে পালিয়ে গিয়েছিল উপজেলা প্রকৌশলী। এ সময় এলাকাবাসী ও ডোমার থানা পুলিশের সামনে আজ বুধবার (২১ জুন) মজুরীর টাকা প্রদানের জন্য লিখিত মুচলেকা দিয়েছিল আরএমপি প্রকল্পের সার্ভেয়ার আব্দুস সামাদ। এরপরও তারা আজ বুধবার টাকা না দিয়ে কেউ অফিসে উপস্থিত ছিল না। উল্লেখ্য যে, ডোমার উপজেলার এলজিইডির আওতায় আরএমপি প্রকল্পের ১০টি ইউনিয়নে ১০জন করে সর্বমোট একশত জন নারী শ্রমিক গত ৩ বছর হতে ইউনিয়ন ভিত্ত্বিক কাঁচা সড়ক সংস্কারে মাটির কাজে নিয়োজিত রয়েছেন। তাদের প্রত্যেককে দেড় শত টাকা করে দিন হাজিরা হিসাবে মাসে সাড়ে চার হাজার করে মজুরীর বেতন পেয়ে থাকে। এর মধ্যে একশত টাকা নগদ এবং ৫০টাকা দলের ব্যাংক একাউন্ডে জমা রাখা হয়। ৪ মাস অন্তর অন্তর তাদের বেতন দেয়া হয়। এরমধ্যে ২০১৬ সালের সেপ্টেম্বর টু ডিসেম্বর চার মাসের ১৮ লাখ টাকা বকেয়া পাওনা এসে দাঁড়ায়। তাদের বলা হয় ওই চার মাসের বেতন জমা হয়নি। কিন্তু নারী শ্রমিকরা ডোমার সোনালী ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে তাদের একাউন্টে ২০১৬ সালের সেপ্টেম্বর টু ডিসেম্বর মাসের ১৮ লাখ টাকা ইতোমধ্যে উত্তোলন করা হয়।

মন্তব্য করুন


 

Link copied