Today: 20 Jul 2017 - 10:36:16 pm

এনড‌িএফ ব‌িডি, রংপুর অঞ্চল এর ইফতার মাহফ‌িল ও ব‌িতর্ক প্রত‌িয‌োগিতা

Published on Wednesday, June 21, 2017 at 9:59 pm

মহানগর প্রতিনিধি: বিতর্ক অান্দোলন‌ের অন্যতম সংগঠন ন্যাশনাল ডিবেট ফ‌েডার‌েশন বাংলাদ‌েশ, রংপুর অঞ্চল রংপুর শহর‌ের স্থানীয় এক র‌েস্টুর‌েন্ট‌ে ইফতার মাহফ‌িল ও ব‌িতর্ক প্রত‌িযে‌াগিতার অায়‌োজন কর‌ে। এত‌ে বাংলা ও ইংর‌েজ‌ি বার‌োয়ার‌ি বিতর্ক প্রত‌িযোগিতায় অংশগ্রহণ কর‌ে রংপুর অঞ্চল‌ের ব‌িভিন্ন শ‌িক্ষা প্রত‌িষ্ঠান‌ের ব‌িতার্ক‌িকিরা।

ব‌িতর্ক প্রত‌িযোগিতায় মডার‌েটর‌ের দায়িত্ব পালন কর‌েন ব‌িশিষ্ট শ‌িক্ষাব‌িদ ও সাহ‌িত্য‌িক সরকার‌ি বেগম র‌োকেয়া কলেজের বাংলা ব‌িভাগ‌ের সাব‌েক ব‌িভাগীয় প্রধান প্রফ‌েসর ম‌োহম্মদ শাহ অালম।ব‌িচারক হ‌িস‌েবে উপস্থ‌িত ছ‌িলেন এনডিএফ ব‌িডি এর যুগ্ম সাংগঠন‌িক সম্পাদক ম‌োঃ শ‌িয়াবুজ্জামান চঞ্চল, এনড‌িএফ ব‌িডি এর ক‌ো-চ‌েয়ারম্যান স‌ৈকত রহ‌িম সরকার, ক‌ো-চ‌েয়ারম্যন কৃষ‌িবিদ ফ‌িরোজ কব‌ির ক‌িরণ, এনড‌িএফ ব‌িডি এর সাংগঠন‌িক সম্পাদক অাহসান হাব‌িব জীবন।

অনুষ্ঠান‌ে বক্তব্য রাখ‌েন এনড‌িএফ ব‌িডি রংপুর অঞ্চল‌ের সম্মান‌িত উপদ‌েষ্টা ম‌োঃ অাজহারুল ইসলাম দুলাল, বর্ডার গার্ড স্কুল এন্ড কল‌েজের প্রভাষক সাদ‌িয়া অাফর‌িন ঊর্ম‌ি, উইন্স স্কুল এন্ড কল‌েজের/উপদ‌েষ্টা মোঃ মাহফুজুর রহমান রন‌ি।

অনুষ্ঠানটির সার্ব‌িক সহয‌োগিতায় ছ‌িলেন হাজী দান‌েশ ব‌িজ্ঞান ও প্রযুক্ত‌ি বিশ্বব‌িদ্যালয়‌ ড‌িবেট‌িং স‌োসাইট‌ির সাধারণ সম্পাদক ও এনড‌িএফ ব‌িডি এর যুগ্ম সম্পাদক তপন রায়, ন‌োমান,নয়ন,ব‌েগম র‌োকেয়া ব‌িশ্বব‌িদ্যালয়‌, রংপুর এর ব‌িতর্ক চর্চা ক‌েন্দ্র‌ের সদস্য ও এনডিএফ ব‌িডি রংপুর জ‌েলা সমন্বয়কার‌ী মোঃ অাব্দু্ল কাদ‌ের। শ‌েষ ব‌িজয়ীদ‌ের মাঝ‌ে ক্র‌েস্ট ও সনদপত্র তুল‌ে দেন ব‌িভিন্ন সংগঠকবৃন্দ। অনুষ্ঠ‌ানট‌ির ম‌িডিয়া পাটনার হিস‌েবে ছ‌িল উত্তরবাংলা ডটকম।