আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা       হিলিতে কেজিতে ২০ টাকা কমল পেঁয়াজের দাম       ‘অবন্তিকা’ই যেন শেষ হয়... প্লিজ       রংপুরে দিনে গরম রাতে শীত, ভাইরাসজনিত জ্বর-সার্দির প্রকোপ বৃদ্ধি      

 width=
 

প্রয়াত সাংবাদিক মোশাররফ হোসেনের পরিবারকে নীলসাগর গ্রুপের আর্থিক সহযোগীতা

শনিবার, ২৪ জুন ২০১৭, বিকাল ০৭:৪৯

নীলফামারীর প্রয়াত সাংবাদিক মোশাররফ হোসেনের পরিবারকে আর্থিক সহযোগীতা করেছে দেশের অন্যতম শিল্প উন্নয়ন প্রতিষ্ঠান “নীলসাগর গ্রুপ”। আজ শনিবার বিকেলে নীলফামারী প্রেসকাবে আয়োজিত অনুষ্ঠানে নীলসাগর গ্রুপের এরিয়া ম্যানেজার (সুজন পোল্ট্রি লিমিটেড) আওরঙ্গজেব সুজন প্রয়াত সাংবাদিকের স্ত্রী হোসনে আরা ও বড় ছেলে মুশফিকুর রহমান সৈকতের হাতে নগদ ৫০হাজার টাকা তুলে দেন। এ সময় জনকন্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি, যমুনা টিভির জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বী প্রধান প্রয়াত সাংবাদিকের স্মৃতি চারণ এবং নীলসাগর গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন। আর্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলসাগর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দৈনিক খোলা কাগজের নীলফামারী জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবর্তন.কম’র নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে নীলসাগর গ্রুপকে আরো এগিয়ে আসার আহবান জানান উপস্থিত সাংবাদিকরা। বিষয়টি নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিনের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দেন অনুষ্ঠানে অংশ নেওয়া নীলসাগর প্রতিনিধি। প্রসঙ্গত দৈনিক ইনকিলাবের নীলফামারী জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে গত ৩১মার্চ মারা যান।

মন্তব্য করুন


 

Link copied