আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

রংপুর জেলায় ১ হাজার ২শ’ ঈদ জামাত

রবিবার, ২৫ জুন ২০১৭, রাত ০৮:৫৯

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টায় রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে কাচারী বাজার কোর্ট জামে মসজিদে দুই পর্বে সকাল সাড়ে ৯টায় ও ১০টায় ওই জামাত অনুষ্ঠিত হবে। এ বছর নগরীর ৭৫টিসহ জেলায় প্রায় ১ হাজার ২শ’ ঈদগাহ মাঠে জামাত আদায় করবেন মুসল্লিরা। এদিকে, সকাল ৭টা ৪৫ মিনিটে নগরীর ঈদের প্রথম জামাত হবে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে। অন্যদিকে এই অঞ্চলের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় গঙ্গাচড়ার তালুক হাবু ঈদগাহ মাঠে। এখানে প্রায় লক্ষাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৯টায় ও দ্বিতীয় জামাত ১০টায়। আশরাফিয়া জামে মসজিদে সকাল ৯টায়, মন্ডলপাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায়, বদরগঞ্জ চান্দামান্ডি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায়, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠে সকাল ৯টায়, ধাপ স্টাফ কোয়াটার জামে মসজিদ মাঠে এবং বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে, সিটি করপোরেশনের আয়োজনে নগরীর ৫০টি ঈদগাহে নামাজ আদায় হবে সকাল ১১টা পর্যন্ত। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রংপুর সেনানিবাসের গ্যারিসন মসজিদ ঈদগাহ মাঠে ঈদের জামাত হবে। দায়িত্বরত পুলিশ সদস্যরা পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে সকাল পৌনে ৯টায় ঈদের নামাজ আদায় করবেন। এদিকে, রংপুরে ঈদের প্রধান জামাতে কালেক্টরেট ঈদগাহ মাঠে রংপুর সিটি করপোরেশন মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহেদুজ্জামান, পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ নেতাকর্মীসহ প্রায় ২৫ হাজার মানুষ ঈদের জামাতে নামাজ আদায় করেন। ঈদের এসব জামাতে দেশের শান্তি ও সম্মৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সম্মৃদ্ধি কামনা করে মোনাজাত করা হবে।

মন্তব্য করুন


 

Link copied