আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

তিস্তায় বিজিবি'র ল্যান্স নায়েক নিখোঁজ, খুঁজতে হেলিকাপ্টার

মঙ্গলবার, ২৭ জুন ২০১৭, সকাল ০৯:৪৫

নিয়াজ আহমেদ সিপনপন, লালমনিরহাট: চোরাকারবারীদের ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ হয়েছেন বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন মিয়া। নিখোঁজ ল্যান্স নায়কে খোঁজ পেতে এবার হিলিকপ্টার দিয়ে তিস্তা নদী মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছে বিজিবি। সোমবার(২৬ জুন) দিনগত রাত ২টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্তের ৬/৩ এস নং পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে তার সন্ধানে তিস্তায় বিজিবি'র ৩টি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) এর ৩টি স্প্রিটবোট ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবরী দল কাজ করছে। স্থানীয় শতাধিক মানুষও উদাধার তৎপরতায় অংশ নিয়েছে। নিখোঁজ সুমন মিয়া হবিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি রংপুর ৬১ বিজিবি'তে কর্মরত থাকলেও লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে সংযুক্ত রয়েছেন। বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল গোলাম মোরশেদ জানান, নিখোঁজ ল্যান্স নায়েক সুমনের খোঁজ পেতে এবার হিলিকপ্টার দিয়ে তিস্তা নদী মনিটরিং করা হবে। ইতোমধ্যে তিস্তার বিভিন্ন পয়েন্টে বিজিবি, বিএসএফ ও ফায়ার সার্ভিসের একাধিক দল উদ্ধার অভিযান শুরু করেছে। স্থানীয়রাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তবে তিস্তায় প্রবল স্রোতে কারনে এখন পর্যন্ত উদ্ধার অভিযান সফল হয় নি। পুরো তিস্তা নদী মনিটরিং করতে ঢাকা থেকে হেলিকপ্টার রহনা দিয়েছে। দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন মিয়ার নেতৃত্বে ৪ সদস্যের একটি টহল দল গরু পাচারকারীদের ধরতে তিস্তা নদীর চরে অভিযান চালান। এ সময় আবুলের চর ৬/৩ এস সীমানা পিলার এলাকায় তিস্তা নদীতে ভেসে যান সুমন মিয়া। এরপর তার কোন খোঁজ মেলেনি। বিজিবি'র পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) সহযোগিতা চাওয়া হলে বিএসএফ এর একটি দল তিস্তায় স্প্রিট বোর্টের সাহায্যে তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে। এদিকে ১৫ বিজিবি ব্যাটালিয়নের মোঘলহাট ক্যাম্পের একটি স্প্রিট বোর্ট দহগ্রামের উদ্দেশ্যে রহনা করা হয়েছে। সুমনের নিখোঁজ ঘটনাস্থলের পয়েন্টে রয়েছেন বডার গার্ড বাংলাদেশ(বিজিব) রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল আবুল কালাম আজাদ, বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল গোলাম মোরশেদ। তিস্তা ব্যারাজে রয়েছেন রংপুর ৭ বিজিবি ব্যাটালিয়নের উপ পরিচালক মেজর মুহিত।

মন্তব্য করুন


 

Link copied