আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত; কাজ না থাকায় খাদ্য সংকট

রবিবার, ৯ জুলাই ২০১৭, রাত ১০:৫৯

অনেক পরিবারের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় তারা ঘরের উচুঁ মাঁচানের পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। বন্যা কবলিত এলাকা গুলো কাঁচা সড়ক তলিয়ে থাকায় একমাত্র নৌকায় প্রয়োজনীয় কাজ সারছেন মানুষজন।

হাতিয়া ইউনিয়নের চর অনন্তপুর গ্রামের আব্দুর রহমান, নজর আলী, ইসলাম মিয়া, আজাহার আলীসহ অনেকেই জানান, ঘরের ভিতর থেকে পানি নেমে না যাওয়ায় কেউ চৌকি আবার কেউ বাঁশের মাচানের উপর পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। এ অবস্থায় ঘরে খাবার ও হাতে কাজ না থাকায় দুঃচিন্তায় আছি। মেম্বার চেয়ারম্যানও কোন সাহায্য করছে না। বন্যা দীর্ঘস্থায়ী হলে বাঁচার উপায় থাকবে না। চিলমারী উপজেলার নয়ারচর ইউনিয়নের রাবেয়া বেগম বলেন, গরু, ছাগল, হাস, মুরগী নিয়ে বিপদে আছি। ঘর থেকে বের হতে পারছি না। ঠিক মতো রান্নাও করতে পারছি না। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে দিন পার করছি।

উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের অববাহিকার হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল অবস্থায় থাকলেও আমার ইউনিয়নের প্রায় ১ হাজার পরিবার পানিবন্দী জীবন যাপন করছে। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে গেলেও এখনও কোন ত্রান সহায়তা পাওয়া যায়নি। এদিকে বন্যার্তদের জন্য ত্রান সহায়তা জরুরী হয়ে পড়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চলসহ নি¤œাঞ্চল গুলোতে পানি প্রবেশ করলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। গত ২৪ ঘন্টায় পানি কিছুটা কমেছে। আশা করছি দ্রুত পানি নেমে যাবে। আর বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য মেডিকেল টিমসহ আমাদের সব রকমের প্রস্তুতি নেয়া আছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেতু পয়েন্টে ধরলা নদীর পানি হ্রাস পেয়েছে ৩ সেন্টিমিটার।

 

মন্তব্য করুন


 

Link copied