Today: 20 Jul 2017 - 10:35:31 pm

দিনাজপুরের বিরামপুরে যুবতির লাশ উদ্ধার

Published on Sunday, July 9, 2017 at 11:07 pm

হিলি সংবাদদাতা: দিনাজপুরের বিরামপুরে আশুড়াল বিলের ক্যানেল থেকে লাভলী খাতুন (২০) নামের এক যুবতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোবাবর সকালে স্থানীয় লোকজন অজ্ঞাত এক যুবতির মরদেহ বিলের পানিতে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে।

বিরামপুর থানা পুলিশের ভারপ্রপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, উদ্ধার হওয়া মরদেহটি পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পাঠানগঞ্জ গ্রামের বাবুল হোসেনের মেয়ে লাভলী খাতুন (২০)। সে দীর্ঘদিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলো।

নিহত লাভলী খাতুনের চাচা সাইদুল ইসলাম জানায়, গত শুক্রবার সকালে লাভলী খাতুন তার পরিবারের সাথে রামগড় গ্রামে আত্মিয়ের বাড়িতে বেড়াতে যায়। সন্ধার পর থেকে লাভলী খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। কাওকে কিছু না বলে লাবনী বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজা-খুঁজির পর রোববার সকালে বিরামপুর উপজেলার আশুড়া বিল এর ক্যানেলের পানিতে তার মৃত পাওয়া যায়।

এঘটনায় নিহত লাভলী খাতুনের চাচা সাইদুল ইসলাম বাদি হয়ে বিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।