
এইটুকু পড়ে রে রে করে তেড়ে আসার আগে তবে বলি, বস্তুটা আর কিছুই নয়- তা হল লিপস্টিক। এক সমীক্ষায় জানা গিয়েছে, বাজারের ২৮ শতাংশ লিপস্টিকেই রয়েছে এমন রাসায়নিক, যা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিভিন্ন ধরনের লিপস্টিকে ব্যবহৃত প্রায় ১০ হাজার রাসায়নিক কিছুতেই মানব শরীরের পক্ষে উপযোগী নয়। যে মহিলারা সপ্তাহে ৩ দিন লিপস্টিক ব্যবহার করেন, তাদের লুপাস নামের এক চর্মরোগের সম্ভাবনা ৪০ শতাংশ বেড়ে যায়।
বড় বড় কসমেটিকস ব্র্যান্ডগুলোর তৈরি লিপস্টিকেও সিসার পরিমাণ অনেক সময়েই বিপদসীমার উপরে থাকে। শুধু ত্বকের মাধ্যমে লিপস্টিক পেটে প্রবেশ করে, এমন নয়। লিপস্টিকের বেশিরভাগটাই খাওয়া বা কিছু পানের সময়ে। হেলথ এক্সপার্টরা পরামর্শ দিয়েছেন ন্যচারাল কসমেটিকস ব্যবহার করার। কিন্তু মহিলারা ন্যাচারাল জিনিস ব্যবহার করা থেকে কতটা নিজেকে বঞ্চিত রাখতে পারে তা দেখার বিষয়।