সংবাদ বিজ্ঞপ্তি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের একাডেমিক কাউন্সিলের ১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই, ২০১৭) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও সভায় সভাপতিত্ব করেন। প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অনুষদসমূহের ডিন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ, বিভাগীয় প্রধানগণ এবং কাউন্সিলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। প্রায় তিন ঘন্টাব্যাপী চলা এই সভায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়সহ অন্যান্য আলোচ্যসূচিতে আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও যোগদানের পর এটাই একাডেমিক কাউন্সিলের প্রথম সভা।