
রোববার(১৬ জুলাই) বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে আত্নহত্যা করেন তিনি।
নিহত গৃহবধু উপজেলার কাকিনা ইউনিয়নের পালপাড়া গ্রামের নাজমুল হকের স্ত্রী। একই গ্রামের গোলাপ হোসেনর মেয়ে।
স্থানীয়রা জানান, তিন বছর আগে ময়না নাজমুল দম্পত্তির বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী হিসেবে পছন্দ করত না ময়না বেগম। এরই জেরে অন্তরঙ্গ মুহুর্তেও তাদের বিবাদ লাগত। এ নিয়ে বিবাদ করে একাধিকবার বাবা’র বাড়ি চলে গেলে বাবার বাড়ির লোকজন বুঝিয়ে রেখে যেতেন।
রোববার(১৬জুলাই) দুপুরেও একই বিষয়ে বিবাদ লাগে ময়না নাজমুল দম্পত্তির মাঝে। বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন গৃহবধু ময়না বেগম।
বিকেলে নাজমুল বাড়ি ফিরে ময়নার সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্ত্রীর মরদেহ দেখে সজ্ঞানহীন হয়ে পড়েন নাজমুল।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, এমন একটি ঘটনা শুনে ওই গ্রামে অফিসার পাঠানো হয়েছে।