আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

ডোমারে ছেঁড়া ও ফাটা জাতীয় পতাকা দিয়ে চলছে স্কুলের কার্যক্রম

সোমবার, ১৭ জুলাই ২০১৭, রাত ০৮:৫৩

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের টাকা ছয় নয় হিসাব দেখিয়ে দূর্নীতি করা হলেও কেনা হয়না বাংলাদেশের জাতীয় পতাকা। সেই পুরানো ছেঁড়াফাটা জাতীয় পতাকা দিয়ে নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উত্তোলন করা হচ্ছে। এমন অভিযোগে আজ সোমবার (১৭ জুলাই) সরেজমিনে গেলে চোখে পড়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা শিমুলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, পতাকাটি অনেক পুরাতন হয়ে যাওয়ার কারনে ঝড়ে ও বৃষ্টিতে ছিড়ে গেছে। অচিরেই নতুন পতাকা ক্রয় করবো বলে মনস্থ্য করেছি। স্কুলে ছিড়াফাটা জাতীয় পতাকা উড়ানো হচ্ছে এই খবর সাংবাদিককে কারা দিয়েছে তাদের নাম জানতে চান প্রধান শিক্ষক। এ নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে উচ্চবাক্য শব্দ ব্যবহার করেন। এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুস সামাদ বলেন ওই স্কুলে জাতীয় পতাকার অবস্থা খারাপ এলাকাবাসী আমাকে জানিয়েছে। আমি নিজেও গিয়ে দেখেছি পতাকাটি ছেঁড়া রয়েছে নতুন পতাকা তৈরী করতে বলেছিলাম। এখন জানতে পারলাম প্রধান শিক্ষক গত এক মাসেরও নতুন জাতীয় পতাকা বানিয়ে নেননি। এলাকার জগদিশ চন্দ্র জানান, ওই বিদ্যালয়ে খুশি কান্ত রায়, মধু রাম রায়, গোলাম কবির, গোঁরাচাদ সহ মোট ৫জন শিক্ষক রয়েছে বার বার পতাকার বিষয়টি বলার পরেও তারা কেউ কর্ণপাত করেনি শেষে অভিযোগ করেছি। এলাকার অভিভাবকরা অভিযোগ করে জানায় দীর্ঘ ৯ মাসের স্বাধীনতা সংগ্রামের পর দেশে স্বাধীন হয়েছে। কত মা বোনের ইজ্জত গেছে। কতজন শহীদ হয়েছে। যার বিনিময় বাংলাদেশ স্বাধীনতা হয়েছে। সেই দেশে সরকারী চাকুরী করে যারা জাতীয় পতাকাকে এধরনের অবমুল্যায়ন করছে তাদের বিচার হওয়া প্রয়োজন। কারন এরা সরকারী সকল সুযোগ সুবিধা নিবে আর জাতীয় পতাকাকে অবমাননা করবে এটি মেনে নেয়া যায়না। এদের কাছে কমলমতি শিশুরা তাহলে কি শিখবে। অনেকে অভিযোগ করে বলেন প্রতি বছর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্লিপের টাকা দেয়া হয়। ওই টাকা যায় কই। অথচ জাতীয় পতাকা কেনা হয়না। তাই এলাকাবাসী উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী করেছে।

মন্তব্য করুন


 

Link copied