আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

সুরের মূর্ছনা ও নাচের তালে বিপিএল মাতাতে আসছেন যারা

মঙ্গলবার, ৮ আগস্ট ২০১৭, দুপুর ১২:৫২

জমকালো এই আয়োজনে খ্যাতিমান দেশি শিল্পীদের পাশাপাশি ভারত থেকে নিয়ে আসা হবে নামিদামি তারকাদের। পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিত সিং। ইতিমধ্যেই অরিজিতের সাথে সব চূড়ান্ত হয়ে গেছে। সুরের মূর্ছনার জাল বিছানোর কাজটা করবেন খ্যাতির শীর্ষে থাকা অরিজিত।

অনুষ্ঠানের বাকি অংশ মাতিয়ে রাখার জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের পছন্দ বলিউডের তিন শীর্ষস্থানীয় নায়িকা কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ ও শিল্পা শেঠিকে। এদের সাথেও যোগাযোগ শুরু করে দিয়েছে আয়োজকরা। এমনই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল।

উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে সোমবার শেখ সোহেল বলেন, ‘বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে এবার আমরা বড় করে উদ্বোধনী অনুষ্ঠান করতে চাই। বাংলাদেশ থেকে যেমন রুনা লায়লা আপা, সাবিনা ইয়াসমিন আপা ও মমতাজ আপার সাথে আমরা কথা বলবো। ভারত থেকে ইতোমধ্যেই অরিজিতের সাথে চূড়ান্ত হয়ে গেছে। ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর ও শিল্পা শেঠির সাথে যোগাযোগের চেষ্টা করছি।’

অরিজিতের আসা চূড়ান্ত হয়ে গেলেও কারিনা, ক্যাটরিনা বা শিল্পার কাছ থেকে এখনো সুবজ সংকেত মেলেনি। শেখ সোহেল বলেন, ‘আমাদের যে সময়, ওই সময়ে ক্যাটরিনা কাইফ ও কারিনা কাপুরের শিডিউলে কিছুটা সমস্যা আছে। আমি গতকাল রাত দেড়টা পর্যন্ত কারিনা কাপুরের ব্যক্তিগত সহকারীর সাথে কথা বলেছি। ও আমাকে বলেছে আমি তোমাকে দুই দিনের মধ্যে জানাবো এই তারিখে পারবো কি না। দুই একদিনের মধ্যে কারিনা কাপুরের বিষয়ে নিশ্চিত হতে পারবো।’

তবে ক্যাটরিনা কাইফকে পাচ্ছে না বিপিএল। সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দ কারিনা কাপুর। তাকেও না পাওয়া গেলে শিল্পা শেঠিকে নিয়ে আসা হবে। শেখ সোহেল বলছেন, ‘ক্যাটরিনাকে আমরা পাচ্ছি না। আর কারিনাকে না পেলে তার বিকল্প শিল্পা শেঠি। কারিনা না বললে অরিজিত ও শিল্পাকে নিয়ে অনুষ্ঠানটা করতে চাই।’

আগামী দুই নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। গত আসরে সাত দল থাকলেও এবারের বিপিএল হবে আট দলের। এছাড়া প্রতি ম্যাচে বিদেশি ক্রিকেটারের সংখ্যা চার থেকে বাড়িয়ে পাঁচে নেয়া হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied