আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

ডোমারে একই পরিবারের স্বামী স্ত্রী পাচ্ছে বয়স্ক ও বিধবা ভাতা !

বুধবার, ৯ আগস্ট ২০১৭, রাত ০৮:০৯

মজিদা বেগম (৪৫) প্রতি তিন মাস পর বিধবা ভাতার ১৫ শত টাকা উত্তোলন করছেন। মজিদা বেগম বিধবা ভাতা পাওয়ায় তার স্বামী আব্দুল মজিদের (৫৫) আগেই মৃত্যু হয়েছে। এটাই স্বাভাবিক। তবে এখানে স্বামী আব্দুল মজিদের মৃত্যু হয় নাই। তিনি একটি মসজিদের মুয়াজ্জ্বিন হিসেবে কাজ করছেন। আবার আব্দুল মজিদও বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন। এখানে স্বামীর মৃত্যুর আগেই স্ত্রী বিধবা হয়ে রয়েছেন। ঘটনাটি নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামটকপুর খামাত পাড়া এলাকায় ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সাথে সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাজের প্রতি সততা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন ডোমারবাসী। অভিযোগে জানা গেছে, গত তিন বছর পূর্বে উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের দক্ষিন মটকপুর নয় নম্বর ওয়ার্ডের খামাত পাড়া গ্রামের মৃত আফিজ উদ্দিনের পুত্র আব্দুল মজিদের নামে সমাজ সেবা অধিদপ্তর ডোমার কার্যালয় একটি বয়স্ক ভাতার কার্ড (কার্ড নং- ২৯১০) প্রদান করে। সেই সাথে তার স্ত্রী মজিদা বেগমের নামে একটি বিধবা ভাতার কার্ডও (কার্ড নং- ২৭০০) প্রদান করা হয়। সরকারী নিয়ম রয়েছে একটি পরিবারের একজন মাত্র সদস্য বয়স্ক বা বিধবা ভাতার সুবিধা পাবেন। কিন্তু এখানে পরিবারের স্বামী স্ত্রী দুই জনেই সেই সুবিধা পাচ্ছেন। স্বামীর মৃত্যুর পর স্ত্রী বিধবা হবে এটা স্বাভাবিক। তবে এখানে স্বামী বেঁচে থাকা অবস্থায় কিভাবে তার স্ত্রী বিধবা ভাতার কার্ড পায় সে বিষয়ে প্রশ্ন তুলছেন ওই এলাকাবাসী। সেই সাথে সমাজ সেবা অধিদপ্তর ও ওই এলাকার জনপ্রতিনিধিদের সততা ও তাদের কাজের প্রতি স্বচ্ছতা নিয়েও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, আব্দুল মজিদ খামাতপাড়া জামে মসজিদের মুয়াজ্জ্বিন। তিন বিঘা জমিতে সে নিয়মিত চাষাবাদ করে। যাদের কোন জমিতে চাষ করা দুরের কথা কোন রকমে ঝুপড়ি ঘর তুলে অনেক বৃদ্ধ ও বৃদ্ধা অনাহারে-অর্ধহারে দিনাতিপার করছে। তারা অনেকে বয়স্ক কিংবা বিধবা ভাতার কার্ড পায় না। অথচ সরকার প্রকৃত গরিব ও দুস্থ বৃদ্ধ, বৃদ্ধা, বিধবা প্রতিবন্ধিদের পর্যাপ্ত সহায়তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজের প্রতি অস্বচ্ছতা ও অসৎ মানসিকতার জন্য সরকারের মহৎ অনেক কর্মকান্ড অনেক সময় মুখ থুবড়ে পড়ে। সুবিধাভূগী আব্দুল মজিদ স্বামী-স্ত্রীর বয়স্ক ভাতা ও বিধবা ভাতার সুবিধা গ্রহনের কথা স্বিকার করেন। পাঙ্গামটকপুর ইউপি চেয়ারম্যন আব্দুল মজিদ বলেন, এ ঘটনাটি আমি শুনেছি। বিগত চেয়ারম্যান মেম্বারের আমলে হয়েছে। বর্তমানে উপজেলা সমাজ সেবা কার্যালয়ে নিয়মিত কর্মকর্তা না থাকায় বিভিন্ন অনিয়ম হচ্ছে এবং এ বিষটিরও সমাধান করা যাচ্ছে না। ডোমার উপজেলা সমাজ সেবা অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা নীলফামারী সমাজ সেবা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন বিষয়টি তিনি অবগত নন। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে জানান।

মন্তব্য করুন


 

Link copied