আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

 width=
 
শিরোনাম: রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর       কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি      

 width=
 

নীলফামারীর প্রবীণ সাংবাদিক মোজাহিদ বিন খয়রাত আর নেই

শনিবার, ১৯ আগস্ট ২০১৭, রাত ০৯:০৬

নীলফামারীর প্রবীণ সাংবাদিক মোজাহিদ বিন খয়রাত (৬৮) আর নেই। আজ শনিবার সন্ধ্যায় জেলা শহরের থানাপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ভাই, ৫ বোন ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৫৬ সালে যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী প্রয়াত খয়রাত হোসেনের দ্বিতীয় পুত্র ছিলেন মোজাহিদ বিন খয়রাত। পারিবারিক সূত্র মতে, দীর্ঘদিন থেকে তিনি জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িতেই চিকিৎসা চলছিলো তার। এছাড়াও তিনি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরও ছিলেন। আগামীকাল রবিবার (২০ আগষ্ট) সকাল দশটায় নীলফামারী ডাকবাংলা ঈদগা মাঠে নামাজে শেষ তার কফিন নেয়া হবে নীলফামারী প্রেস কাব চত্বরে। সেখান হতে মরদেহ জেলা সদরের সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি গ্রামে নিয়ে যাওয়া হবে। বাদজোহর গ্রামে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলসাগর গ্রুপ চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সাংবাদিক তাহমিন হক ববী, মীর মাহামুদুল হাসান আস্তাক, ভূবন রায় নিখিল, মিল্লাদুর রহমান মামুন, র্শীষ রহমান, বিজয় চক্রবর্তী কাজল, আব্দুল বারী, নুর আলমসহ উত্তরবাংলাডটকমের পরিবার প্রমুখ। উল্লেখ যে, মোজাহিদ বিন খয়রাত দৈনিক আমাদের সময় পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার জীবনে প্রথম সাংবাদিকতা শুরু করেন দৈনিক দেশ পত্রিকা দিয়ে। এছাড়াও তিনি দৈনিক বাংলা বাজারসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছিলেন। তিনি ছিলেন নীলফামারী প্রেসকাবের উপদেষ্টাও।

মন্তব্য করুন


 

Link copied