আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

পাকিস্তানের হুমকি আমাকে দিয়ে লাভ নেই: প্রধানমন্ত্রী

সোমবার, ২১ আগস্ট ২০১৭, রাত ০৮:৫২

 ডেস্ক: প্রধান বিচারপতির বক্তব্যের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পাকিস্তানে কী হলো না হলো সেই হুমকি আমাকে দিয়ে লাভ নেই। এটা সহ্য করা হবে না।’
তিনি বলেন, ‘আইয়ুব খান, জিয়া, এরশাদকে দেখেছি। জনগণের ভোটে ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করছি, জনগণের কাছেই আমরা দায়বদ্ধ।’ সোমবার বিকালে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটউশন মিলনায়তনে ২১ আগস্টের গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রসঙ্গত, রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা এক শুনানিতে ষোড়শ সংশোধনীর রায়ের সমালোচকদের উদ্দেশে বলেন, পাকিস্তানের আদালত নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করলেও এতোকিছু হয়নি। শেখ হাসিনা বলেন, ‘যাদের সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করলাম, সেই পাকিস্তানের সঙ্গে তুলনা সহ্য করা হবে না, করব না। পাকিস্তানের সঙ্গে তুলনা করে ধমক দেবে- আমি জনগণের কাছে এর বিচার চাই। পাকিস্তানের সঙ্গে কেন তুলনা করা হলো? আমি জনগণের কাছে এর বিচারের ভার দিলাম, জনগণই এর বিচার করবে।’ এর আগে আওয়ামী লীগ নেতারা বিভিন্ন আলোচনায় প্রধান বিচারপতিকে শান্তি কমিটির সদস্য হিসেবে সমালোচনা করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যেও সেই ইঙ্গিত এসেছে। শেখ হাসিনা বলেন, ‘আমার বাবা এ দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, আমরা এর ফল ভোগ করছি। স্বাধীনতা ভালো, কিন্তু এটি বালকের জন্য নয়; বালকসুলভ আচরণ ভালো নয়। এদেশ পরিচালনায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিই থাকবে। কোনো রাজাকার, আলবদর, শান্তি কমিটির মেম্বার নয়।’ তিনি বলেন, সংসদ হলো জনগণের প্রতিনিধি। জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। এদেশে অবৈধভাবে আর কেউ ক্ষমতা দখল করতে পারবে না, যদি কেউ সে চেষ্টা করে তাহলে সংবিধান অনুযায়ী তার বিচার হবে। প্রধান বিচারপতির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির ক্ষমতাও হাতিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে। উচ্চ আদালতে থেকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি যাকে নিয়োগ দিলেন তিনিই আবার রাষ্ট্রপতির ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছেন। তিনি বলেন, দুর্নীতিবাজদের রক্ষা করা ও পক্ষ নেয়া প্রধান বিচারপতির কাজ নয়। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে সংসদ সদস্যদের নিয়ে যে বৈধতা ও অবৈধতার প্রশ্ন এনেছেন এ ধরনের প্রশ্ন আসতে পারে না। সংসদ ও রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলার আগে প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত ছিল। আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির কাছে সুযোগ-সুবিধা নিয়ে ২১ আগস্টের হামলার বিষয়ে যে বিচারপতি ভুয়া রিপোর্ট দিয়েছিলেন, সেই বিচারপতির জয়নুল আবেদীনের পক্ষ নিয়েছেন প্রধান বিচারপতি। তিনি দুর্নীতিবাজকে রক্ষা করতে কাজ করছেন, এটা তো তার কাজ নয়। ২১ আগস্টের গ্রেনেড হামলার বিষয়ে তিনি বলেন, ‘একের পর এক ১৩টি গ্রেনেড মারা হয়েছিল আমাদের জনসভায়। এরপর কারাগারেও একটি গ্রেনেড পাওয়া যায়। সেদিন কারাগারে আরও অনেক গ্রেনেড ঢোকানো হয়েছিল। কারাগার থেকে হাসপাতালে নেওয়ার কথা বলে কিছু দুর্ধর্ষ কয়েদিকেও অ্যাম্বুলেন্সে করে বাইরে আনা হয়েছিল। তাদের ষড়যন্ত্র ছিল- আমাকে হত্যা করার পর বঙ্গবন্ধুর খুনিদের কারাগার থেকে বের করে আনা।’ শেখ হাসিনা বলেন, ‘ঘটনার রাতেই খালেদা জিয়ার ওই প্রতিমন্ত্রী ও এসব কাজে জড়িত একজন কারারক্ষীকে বিশেষ ব্যবস্থায় বিদেশে পাঠিয়ে দেওয়া হয়।’ তিনি বলেন, যুদ্ধের ময়দানে আর সেনাবাহিনীর ব্যবহৃত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়েছিল ২১ আগস্ট। তখন বিএনপি-জামায়াত ক্ষমতায় ছিল। এর আগেও আমার ওপর অনেক হামলা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, গ্রেনেড হামলার আলামত ধ্বংস করেছিল বিএনপি সরকার। প্রকৃত বিচার যেন না হয়, সেজন্য জজ মিয়া নাটকও তৈরি করেছিল। জনমতের চাপে পরে জয়নাল আবেদীন নামে একজন বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন গড়েছিল। ওই বিচারপতি খালেদার সরকারের ফরমায়েশি তদন্ত প্রতিবেদনে বলে দিলেন যে, এ হামলা নাকি বিদেশি শক্তি করেছে! পাশের দেশের পরিকল্পনায় হয়েছে! আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল ইক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied