আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

এই রায় প্রধান বিচারপতির নয়: বিচারপতি শামসুদ্দিন

শনিবার, ২৬ আগস্ট ২০১৭, দুপুর ০৩:৪৬

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠনের আলোচনায় এই কথা বলেন শামসুদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘উনি (প্রধান বিচারপতি) মাত্র ২৪ দিন সময়ের মধ্যে ৪০০পৃষ্ঠার কথা লিখেছেন, এটা ইমপসিবল, এটা হতে পারে না। এটা তার লেখা রায় মোটেও নয়।’

বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদে ফিরিয়ে এনে করা ষোড়শ সংশোধনী বাতিল করে গত ৩ জুলাই আপিল বিভাগ চূড়ান্ত রায় দেয়। আর ১ অগাস্ট প্রকাশ হয় ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়। এই রায়ে ষোড়শ সংশোধনী প্রসঙ্গ ছাড়াও শাসন ব্যবস্থা, সংসদসহ নানা বিষয়ে বিরূপ মন্তব্য করা হয় যা ক্ষুব্ধ করে তুলেছে সরকারি দল আওয়ামী লীগকে।

গত কয়েকদিন ধরেই সরকার এবং আওয়ামী লীগের শীর্ষ ব্যক্তিরা এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তীব্র সমালোচনা করছেন প্রধান বিচারপতির। এর মধ্যে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব শেখ ফজলে নূর তাপস অভিযোগ করেন, এই রায় একটি ইংরেজি পত্রিকার সম্পাদক লিখে দিয়েছেন।

অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন বলেন, ‘তার লেখা রায় পড়লে আপনারা দেখতে পাবেন, অনেক শব্দ আছে যেসব শব্দ তার লেখা আগের কোনো রায়ে নাই। অর্থাৎ এটা পরিষ্কার, এই রায় তার লেখা নয়। অন্য কেউ লিখে দিয়েছে, সম্ভবত পাকিস্তানি কোনো আইএসআই লিখে দিয়েছে।’

অবসরে যাওয়ার পর থেকেই বিচারপতি সিনহার তীব্র সমালোচনা করে আসছেন বিচারপতি শামসুদ্দিন। বিভিন্ন টেলিভিশন টক শো ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে তিনি প্রধান বিচারপতির প্রতি বিরূপ মন্তব্য করে আসছেন।

ষোড়শ সংশোধনীর রায় নিয়েও প্রধান বিচারপতির তীব্র সমালোচনা করেন শামসুদ্দিন চৌধুরী। তার অভিযোগ, প্রধান বিচারপতির এই রায় নিয়ে রাজনীতি করেছেন। আর এসব করে তিনি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন। আর এ কারণে তার পদ ছেড়ে চলে যাওয়া উচিত।

‘তুমি শুধু প্রধান বিচারপতির পদ ছাড়বা না, এই দেশ ছাড়তে হবে। তুমি যখন বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বীকার কর না, এ দেশে থাকার কোনো অধিকার তোমার নাই।’

মন্তব্য করুন


 

Link copied