Templates by BIGtheme NET
আজ- বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ :: ১১ অগ্রহায়ণ ১৪২৭ :: সময়- ২ : ৩৯ অপরাহ্ন
Home / টপ নিউজ / রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৪

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৪

 রাজশাহী: রাজশাহী জেলায় পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত রাজশাহী মহানগরী, জেলার গোদাগাড়ী এবং মোহনপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য সেলিম রেজা (৫৩), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের জালাল হোসেনের ছেলে জাহিদ হাসান (১৮), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে আক্তার আলী (৭৫) এবং তানোর উপজেলার মুন্ডুমালা চুনিয়াপাড়া গ্রামের মিনারুল ইসলামের স্ত্রী রুবিনা খাতুন (৩৫)।

আহতরা হলেন- জেলা ডিএসবির এসআই আবদুল কাইয়ুম (৪০), নিহত রুবিনার স্বামী মিনারুল ইসলাম (৪৩), তার মেয়ে ফাতেমা খাতুন (৮), রুবিনার মামাতো বোন সানজিদা খাতুন (৯) এবং দুই মোটরসাইকেল চালক আহসান হাবিব (৪০) এবং জিয়ারুল ইসলাম (৩৫)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহানগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর শিরোইল রেলস্টেশনের সামনে একটি বাস, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেলের মধ্যে চতুর্মুখী সংঘর্ষ ঘটে। এতে তানোরের রুবিনা খাতুন নামে অটোরিকশার যাত্রী মারা গেছেন। ওই অটোরিকশায় তার স্বামী, মেয়ে এবং খালাতো বোন ছিল। তারা আহত হয়েছেন। এছাড়াও দুই মোটরসাইকেলের চালক আহসান হাবিব ও জিয়ারুল ইসলাম আহত হন।

মোহনপুর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলে চড়ে পুলিশ সদস্য সেলিম রেজা ও এসআই আবদুল কাইয়ুম রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে মোহনপুরের কেশরহাট যাচ্ছিলেন। এ সময় মোহনপুর উপজেলা সদরে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে এই দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর পুলিশ সদস্য সেলিম রেজা মারা যান। এ ঘটনায় জেলা ডিএসবির এসআই আবদুল কাইয়ুম আহত হন।

নিহত ডিএসবি সদস্য সেলিম রেজা জেলার পবা থানা জোনে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ট্রাকের হেলপার জাহিদ হাসান উপজেলা সদর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ডাইংপাড়া মোড়ে ট্রাকের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে রাজশাহীমুখী একটি ট্রাক এসে জাহিদকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে গোদাগাড়ী হাসপাতালে নিয়ে গেলে সেখানে জাহিদ মারা যান। দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়েছেন। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে ভোর ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর উজানপাড়া এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় গাড়ির চাপায় বৃদ্ধ আক্তার আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকেও উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful