আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন সম্পন্ন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা      

 width=
 

ইউপি চেয়ারম্যানের লোকের হামলায় আহত ছয়॥ গ্রেফতার ২

শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭, রাত ০৮:১৩

আত্মহত্যা প্ররোচনা মামলার ঘটনাকে কেন্দ্র করে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের পক্ষের লোকজন প্রতিপক্ষদের উপর হামলা চালানোর ঘটনার মামলায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ওই ঘটনায় বাদী হয়ে ওই ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওযার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা আনঞ্জুমান আরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাবসহ ১৬ জনের নামে থানায় মামলা দেয়। গ্রেফতারকৃতরা হলো আমির আলী (৪০) ও আনোয়ারুল কাদের (৩২)। ঘটনার বিবরনে জানা যায়, গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে উপজেলার বড়ভিটা বাজারের আজিজুল ইসলামের ছেলে আলআমিন (৩৫) শশুর বাড়ি বেড়াতে এসে মাগুড়া ইউনিয়ন পরিষদের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্ত্রীর সঙ্গে বিবাদের অভিযোগে ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাব বিচারের জন্য আল আমিনকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটক করে রেখেছিল। আল আমিনকে আটক করার পেছনে ইউপি চেয়ারম্যান, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা আনঞ্জুমান আরার স্বামী চাঁদ মিয়া, ৮ নম্বর ওয়ার্ড মেম্বার দুলু মিয়া ও দুইজন গ্রাম পুলিশকে ব্যবহার করে। আল আমিন আটক কক্ষে আত্মহত্যা করলে পুলিশ উক্ত ব্যাক্তিদের সহ আটজনকে গ্রেফতার করে। আদালতে ১৬৪ ধারায় জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ঘটনার মুল নায়ক হিসাবে ইউপি চেয়ারম্যানকে দায়ি করে জবানবন্দী প্রদান করে বলে পুলিশ জানায়। এরপর গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পুলিশ সুপার জাকীর হোসেন খান ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে গ্রেফতারকৃত আট আসামীর পরিবারের লোকজন আত্মহত্যার প্রচারনা জন্য ইউপি চেয়ারম্যানকে দায়ি করে পুলিশ সুপারের নিকট অভিযোগ করে। পুলিশ সুপার পরিদর্শন শেষে ফিরে আসার পর ইউপি চেয়ারম্যানের পক্ষের লোকজন প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে ৬ জন আহত হয়। আহতদের কিশোরীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হল সোনা মিয়া (৪০) আরজিনা (৩৫) জোবেদা (৩৪) মরিয়ম (৪৫) বেগম (২৫) লোকমান আলী (৫০)। মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাব বলেন, পুলিশ সুপারের পরিদর্শনের সময় আমি ঘটনাস্থলে ছিলামনা। সংঘর্ষের ঘটনায় আমার কোন সংশ্লিষ্টতাও নেই। আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে। ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আনঞ্জুমান আরা বেগম বলেন, চেয়ারম্যানে উস্কানিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে আমাদের ৬ জন নারী ও পুরুষ মারাত্মক আহত হয়। এ ঘটনায় আমি চেয়ারম্যানকে প্রধান করে ১৬ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছি। কিশোরীগঞ্জ থানার ওসি বজলুর রশিদ বলেন, মহিলা সদস্যার অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ যে, আত্মহত্যা প্ররোচনার মামলার ঘটনা নিয়ে ৬ সেপ্টেম্বর জনপ্রিয় অনলাইন পত্রিকা উত্তরবাংলাডটকমে “কিশোরীগঞ্জে ইউপি কার্যালয়ে হেফাজতে থাকা যুবকের আত্মহত্যা॥ গ্রেফতার ৮” শিরোনামে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনের লিঙ্কটি নিচে দেয়া হলো কিশোরীগঞ্জে ইউপি কার্যালয়ে হেফাজতে থাকা যুবকের আত্মহত্যা॥ গ্রেফতার ৮

মন্তব্য করুন


 

Link copied