আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন সম্পন্ন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা      

 width=
 

নীলফামারীতে কুষ্ঠ রোগ সনাক্ত ও চিকিৎসা সহজিকরণে গবেষণা অবহিতকরণ সেমিনার

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭, রাত ০৮:২৬

নীলফামারীতে কুষ্ঠ রোগ প্রাথমিক পর্যায়ে সনাক্ত করণ এবং চিকিৎসার মেয়াদ কমিয়ে আনার গবেষণা পত্রের বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিএলএমআইবি) আয়োজনে জেলা সদরের নটখানায় সংস্থাটির প্রশিক্ষণ কেন্দ্রে আজ মঙ্গলবার দিনব্যাপী ওই সেমিনার অনুষ্ঠিত হয়। গবেষণা পত্রে তুলে ধরা হয়, কুষ্ঠ আক্রান্ত রোগীর শরীরে রোগের বর্হিপ্রকাশ ঘটার পর ওই রোগ চি‎িহ্নত হয়। ফলে রোগীর চিকিৎসার আওতায় আসতে অনেক বিলম্ব ঘটে। এসময়ে ওই রোগীর ব্যাপক ক্ষতি হয়। রোগীর শরীরে রোগ আক্রান্তেরসাথে অথবা বহিপ্রকাশ ঘটার আগেই রোগ সনাক্ত করা গেলে চিকিৎসার আওতায় এনে ওই ক্ষতির পরিমান কমানো সম্ভব। পাশাপাশি আক্রান্ত রোগীর দীর্ঘ মেয়াদী চিকিৎসা নিতে হয়, যার মেয়াদ সর্বনিম্ন এক বছর। সেখাসে ওই মেয়াদ কমানো সম্ভব হলে সময় এবং অর্থ দুটোই অপচয় কম হবে। একারণে কুষ্ঠ সনাক্তকরণে সহজ পদ্ধতি আবিস্কার ও চিকিৎসার মেয়াদ কমিয়ে আনার লক্ষ্যে কয়েকটি পর্বে গবেষণা চালানো হয় সংস্থাটির উদ্যোগে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএলএমআইবির কান্ট্রি ডিরেক্টর সোলোমন সুমন হালদার। তিনটি পর্বে বিভক্ত ওই সেমিনারটি প্রথম পর্ব পরিচালনা করেন খ্রিস্টান লেপ্রসি কেন্দ্র ও চন্দ্রঘোনার খ্রিস্টান হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. ডেভিড খান, দ্বিতীয় পর্বে আইসিডিডিআরবির বিজ্ঞানী ডা. মো. সাহেদ হোসাইন ও বিকেলে তৃতীয় পর্বে টিএলএমআইবির প্রোগ্রাম লিডার (আরএইচপি) সুরেন্দ্র নাথ সিং। গবেষণাপত্র পাঠ করেন টিএলএমআইবির প্রোগ্রাম ম্যানেজার দেলোয়ার হোসেন, ডা. মোসফিকুল হাসান, ডা. সামসুন নাহার, ডা. ডেভিড খান, ডা. আবু সুফিয়ান চৌধুরী, প্রফেসর ডা.এন্নেমিকেই প্রমুখ। সেমিনারে অতিথি হিসেবে উস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. মোজাম্মেল হোসেন, পঞ্চগড়ের সিভিল সার্জন পিতাম্বর রায়, রংপুরের সিভিল সার্জন আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম, দিনাজপুরের সিভিল সার্জন মো. মওলা বক্স চৌধুরী, কুড়িগ্রামের সিভিল সার্জন এসএম আমিনুল ইসলাম, লালমনির হাটের সিভিল সার্জন মো. আমিরুজ্জামান, গাইবান্ধার সিভিল সার্জন মো. আমির আলী, রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মাহবুব হোসেন, উপ-পরিচালক ডা. শাহিন-আরা হক, নীলফামারী যক্ষা এবং কুষ্ট হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক খোরশেদ আলম প্রমুখ। বিকেল ৫টার দিকে সেমিনারের সমাপনী ঘোষণা করেন দি নেদারল্যা-ের ইএমসি প্রফেসর ডা. যে.এইচ. রিচারডুস।

মন্তব্য করুন


 

Link copied