আর্কাইভ  শনিবার ● ৪ মে ২০২৪ ● ২১ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ৪ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ভোট প্রার্থনা ॥ ডিমলায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ       ডিমলা উপজেলা পরিষদ নির্বাচন: ভোট নরমালে না হলে সিজার করে নিব: চেয়ারম্যান প্রার্থী পারভেজ       দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন:সৈয়দপুর, কিশোরীগঞ্জ ও জলঢাকায় ৪১ প্রার্থীর প্রচারনায় সরগম এলাকা       দিনাজপুর  দুর্ঘটনায় দুইজন নিহত        শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত      

 width=
 

রংপুর সিটি নির্বাচনে নগর সন্তান কমিটির মেয়র প্রার্থী সোহরাব হোসেন মামুন

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭, রাত ১০:১০

স্টাফ রিপোর্টার: আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নগর সন্তান কমিটির ব্যানারে মেয়র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন তরুণ ব্যক্তিত্ব, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন মামুন। নগর সন্তান কমিটি সূত্রে জানাগেছে, রংপুর নগরীকে ডিজিটাল ও নাগরীক বান্ধব নগরী হিসাবে গড়ে তুলতে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ব্যক্তির কোন বিকল্প নেই। সেই ধারাবাহিকতায় আগামী প্রজন্মের মানুষদের জন্য একটি পরিকল্পিত ডিজিটাল নগরী গড়ে তুলতে নগর সন্তান কমিটি, রংপুর ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন মামুনকে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসাবে সমর্থন দিয়েছে। এ বিষয়ে নগর সন্তান কমিটি রংপুর এর সভাপতি ইঞ্জিনিয়ার সাঈদ আহমেদ নিশাদ বলেন, রংপুরে যে সকল ব্যক্তিরা আগামী নির্বাচনে প্রার্থীতা করার ঘোষণা দিয়েছে তাদের কথা-বার্তা দেখে মনে হয়নি তারা রংপুরকে একটি ডিজিটাল, নাগরীক বান্ধব নগরী হিসাবে গড়ে তুলতে পারবে। তাই আমরা প্রযুক্তি নির্ভর আধুনিক জনবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে তারুণ্যের প্রতিক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন মামুনকে মেয়র প্রার্থী হিসাবে মনোনিত করেছি। জানতে চাইলে নগর সন্তান কমিটির প্রার্থী ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন মামুন বলেন, ‘রংপুর অঞ্চল পিছিয়ে আছে’ এরকম কথা আর আমরা শুনতে চাই না। এখন সময়ের দাবী, রংপুর কে আধুনিক নগরী হিসাবে গড়ে তোলা। সময়ের সেই চাহিদা মোতাবেক রংপুর নগরীকে একটি জনবান্ধব নগরী হিসাবে গড়ে তুলতে আমরা কাজ করতে চাই। কোন বিশেষ দল বা গোষ্টি নয়, আমরা কাজ করতে চাই নগরীর আপামোর মানুষের জন্য। তিনি আরও বলেন, নগর পিতা হয়ে সাধারণ মানুষের উপর কর্তৃত্ব দেখানোর দিন আর নেই। নগর সন্তান হয়ে আমি কাজ করতে চাই। এজন্য আমি  নগর সন্তান কমিটির মেয়র প্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া প্রার্থী। জানাগেছে, খুব শিঘ্রই নগর সন্তান কমিটির প্রার্থী হিসাবে ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন মামুন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

মন্তব্য করুন


 

Link copied