আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

নীলফামারীতে মোটা চালের কেজি ৪০ টাকায় নেমেছে

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭, বিকাল ০৭:৫৩

নীলফামারী জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর চালের দাম কমিয়ে দিয়েছে নীলফামারীর ব্যবসায়ীরা। আজ বুধবার জেলার বিভিন্ন হাটবাজারে প্রকার ভেদে মোটা চাল ৪০ টাকা হতে ৪৫ টাকা কেজি দরে এই চাল বিক্রি শুরু হয়। এর আগে ওই চাল ৫০ টাকা হতে ৫৪ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল। ফলে কেজিতে ১০ টাকা হতে ১৪ টাকা পর্যন্ত কমলো। গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চালের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পরিপ্রেেিত চালকল মালিক, আমদানিকারক, আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভায় চাল ব্যবসায়ীরা মোটা চালের দাম কমিয়ে দেয়ার আশ্বাস প্রদানের পর তারা বুধবার চালের দাম কমিয়ে দেয়। এ জেলায় চালের কোন সংকট নেই বলেও ব্যবসায়ীরা দাবি করে। ওই সভায় চাল ব্যবসায়ীরা অবৈধ চাল মুজদদারদের বর্তমান প্রেক্ষপটে ব্যাংক হতে সিসি ঋণ প্রদান না করার দাবি করে জানায় ওই সিসি ঋনের মাধ্যমে সুবিধাভোগি ওই ব্যবসায়ীরা বিভিন্ন স্থলবন্দর হতে চাল ক্রয় করে মজুদ গড়ে বাজারে চালের দাম বৃদ্ধি করছে। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহিনুর আলম, জেলা খাদ্যকর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। সাংবাদিকদের উপস্থিতিতে প্রায় সাড়ে তিন ঘন্টা এই সভা চলে। ব্যবসায়ীরা বলেন চাল আমদানি, উৎপাদন ও সরবরাহে আগামী তিন মাস চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অনুমোদন দিয়ে বাণিজ্যমন্ত্রী চালের মূল্য কমানোর জন্য বিশাল ছাড় দিয়েছেন। এ জন্য ব্যবসায়ীরা মন্ত্রীকে সাধুবাদ জানান। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, একটি মহল এলাকায় গুজব ছড়িয়ে দেয় ভারত বাংলাদেশে চাল রপ্তানী বন্ধ করে দিয়েছে। এই মহলটিকে চিহিৃত করতে হবে। এরাই ব্যাংক হতে সিসি ঋণ নিয়ে ভারত হতে আমদানী করা চাল হিলি ও বুড়িমারী স্থল বন্দর হতে তাদের কব্জায় নিয়ে মজুদ গড়ছে। ওই সব ব্যবসায়ীদের বর্তমান প্রেক্ষাপটে ব্যাংক হতে সিসি ঋণ প্রদান বন্ধের দাবি করা হয়। আজিজুল ইমলাম অটোরাইচ মিলের মালিক আজিজুল ইসলাম বলেন, নীলফামারীতে কোন চাল সংকট নেই। প্রকৃত চাল ব্যবসায়ীরা চাল মজুদ করে সংকট সৃস্টি করেনি। তিনি সকল ব্যবসায়ীর পক্ষে ঘোষনা দেন মোটা চাল এখন হতে এ জেলায় প্রকার ভেদে ৪০ টাকা হতে ৪৫ টাকা কেজি দরে পাওয়া যাবে। তিনি আরো জানান এ জেলার অনেক স্থানে নতুন ধান উঠতে শুরু করেছে। বাজারে নতুন ধান বৃদ্ধি পেলে চালের দাম আরো কমে যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বলেন, আমরা এ জেলায় সকলে মিলে এক কাতারে বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো। তিনি ব্যবসায়ীদের আহবান জানিয়ে বলেন আপনারা মোটা চালের দাম কমিয়ে দেয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো উপকৃত হবে। তবে কেউ যদি চাল নিয়ে চালবাজি করার চেস্টা করে তাহলে আপনাদের সহযোগীতা নিয়ে ওই চালবাজির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি চাল ব্যবসায়ীদের বাজার নিয়ন্ত্রনে রাখতে সহযোগী কামনা করেন। জেলা খাদ্যকর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌহিদুর রহমান জানান, সরকারের নির্দেশে জেলা সদরে ১৫ জন ও উপজেলা পর্যায়ে ৬ জন করে ওএমএস ডিলার নিয়োগ করা হয়েছে। ৩০ টাকা কেজি দরে এই সব ওএমএস ডিলার প্রতিজন এক মেট্রিকটন করে চাল বিক্রি করবে। এ জন্য কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন এ জেলার সরকারী খাদ্যগুদামগুলোতে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে।

মন্তব্য করুন


 

Link copied