আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

সু চির ফ্রিডম অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড প্রত্যাহার

মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭, রাত ১১:২৯

 ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিতর্কের জেরে দেশটির নেত্রী অং সান সুচিকে দেওয়া ‘ফ্রিডম অব দি সিটি অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড’ প্রত্যাহার করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড শহর কর্তৃপক্ষ। সু চি আর এই সম্মান 'পাওয়ার যোগ্য নয়' দাবি করে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি হিসেবে ১৯৯৭ সালে অং সান সুচিকে এই সম্মাননা জানিয়েছিল যুক্তরাজ্যের অক্সফোর্ড সিটি কাউন্সিল। বিবিসি বলছে, নগর প্রধান বলেছেন, মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের প্রতি যে আচরণ করছে,তাতে সুচি আর 'ফ্রিডম অব দি সিটি'নামের ওই পুরস্কারের যোগ্য নন। এর আগে নগর কাউন্সিল মিয়ানমারের নেত্রীকে দেওয়া সম্মান প্রত্যাহার করে নেওয়ার পক্ষে ভোট দেয়। অক্সফোর্ড শহরের সাথে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সুচির নাম জড়িয়ে আছে, কারণ তিনি সেখানে পড়াশোনা করেছিলেন। পরে তিনি তার শিক্ষাবিদ স্বামীর সাথে ওই শহরে থাকতেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে কলেজে ১৯৬৪ সাল থেকে ১৯৬৭ সাল পড়ালেখা করেছেন সুচি সেই সেন্ট হিউজ কলেজের কর্তৃপক্ষ গত সপ্তাহে তার একটি পোট্রেট নামিয়ে ফেলেছে।

মন্তব্য করুন


 

Link copied