আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

জলঢাকায় আঃলীগ নেতা কর্তৃক অপর নেতাকে লাঞ্চিত করার অভিযোগে সংবাদ সম্মেলন

শনিবার, ১৪ অক্টোবর ২০১৭, বিকাল ০৫:৪০

নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কর্তৃক সহদপ্তর সম্পাদককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলেছে। ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তরসম্পাদক ইয়াকুব আলী দলের উপজেলা সভাপতি আনসার আলী মিন্টুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় প্রেস ক্লাবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন তিনি বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মিন্টু এলাকায় অপরাজনীতি শুরু করেছে। তার অপরাজনীতির ডাকে সাড়া না দেয়ায় তিনি গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকা-ডালিয়া সড়কে তার চেম্বারে আমাকে ডেকে নিয়ে মারপিট করে। এতে আমি রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এ ঘটনায় তিনি জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নিকট বিচার দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা একে আজাদ, কৃষকলীগের উপজেলা সাধারন সম্পাদক আশরাফ হোসেন, বালাপাড়া ইউনিয়ন আঃলীগের সভাপতি আহমেদ হোসেন ভন্ডার প্রমুখ। অপর দিকে এ ঘটনা নিয়ে কথা বলা হলে, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মিন্টু সাংবাদিকদের বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে এখন উদোর পিন্ডি বুদোর ভাড়ে চাপানো হচ্ছে। তিনি বলেন উপজেলার ৫৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ প্রহরী নিয়োগ বানিজ্য করেছে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোস্তফা। এই নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে এবং স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রদানের দাবি করে চলতি বছরের ২৯ আগষ্ট আমার নেতৃত্বে আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিল।  চলতি বছরের ১০ সেপ্টেম্বর ৫৫ জনকে নিয়োগ দেয় তারা। এ  জন্য গোলাম মোস্তফা প্রতি নিয়োগে ৭ হতে ৮ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে। এ অবস্থায় হঠাৎ করে ওই নিয়োগ বানিজ্যে আমার নাম জড়িয়ে দিয়ে উপজেলা দপ্তর সম্পাদক ইয়াকুব আলী গোলাম মোস্তফার পক্ষ নিয়ে বিভিন্নস্থানে অপপ্রচার চালাতে থাকে। ঘটনার দিন (গতকাল শুক্রবার ১৩ অক্টোবর) সন্ধ্যার পর ইয়াকুব আলীকে দেখতে পেয়ে ডাক দিয়ে তাকে বলেছি নিয়োগ বানিজ্য করলো এমপি মোস্তফা, আর তুমি আমার নামে অপ্রচার করে বেড়াচ্ছা কেন। এ নিয়ে তার সঙ্গে আমার কিছুটা উচ্চ বাক্য হয়। তবে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করার প্রশ্নই আসেনা। এখন অপর গ্রুপ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে আমাকে হেয় করার অপচেষ্টা করছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেলের সঙ্গে কথা বলা হলে  তিনি বলেন, এ সব বিষয় নিয়ে আমি কিছুই জানিনা। আমাকে কেউ কিছু জানাননি বা বলেননি। নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফার সঙ্গে কথা বলার চেস্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তিনি ঢাকায় অবস্থার করার কারনে তার মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি। উল্লেখ যে, জনপ্রিয় অনলাইন উত্তরবাংলাডটকমে গত ২৯ আগস্ট/২০১৭ ইং তারিখে “জলঢাকায় স্বচ্ছতার মাধ্যমে লোক নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদের লিঙ্কটি নিচে দেয়া হলো জলঢাকায় স্বচ্ছতার মাধ্যমে লোক নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মন্তব্য করুন


 

Link copied