আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা      

 width=
 

নীলফামারীতে খোকনদা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

বুধবার, ১ নভেম্বর ২০১৭, রাত ০৮:৩৭

নীলফামারী জেলা সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ বুধবার বিকেলে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে খোকনদা আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/২০১৭ শুরু হয়েছে। উদ্ধোধনী খেলায় জয় পেয়েছে কটুকাটা ইউনয়নের ফুটবল দল। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকার গড়ায়। এতে কচুকাটা ইউনিয়ন পরিষদ ৫-৪ গোলে পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে। মাঠ জুড়ে হাজারো ফুটবল প্রেমী খেলা উপভোগ করেছে। এই টুর্নামেন্টে জেলা সদরের ১৫টি ফুটবল দল অংশ নিচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২ নবেম্বর) বিকাল ৩টায় পরস্পর প্রতিদন্দিতা করবেন কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদ ও সংগলশী ইউনিয়ন পরিষদ ফুটবল দল। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মামুন ভুইয়া। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আঃলীগের সাধারন সম্পাদক মমতাজুল হক, উত্তরা ইপিজেড এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরী (বিডি) লিঃ ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন মুন, সচেতন নাগরিক কমিটির সভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি প্রকৌঃ এস.এম শফিকুল আলম ডাবলু , পৌর আঃলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর থানার ওসি বাবুল আকতার, ওসি (অপারেশন) এরশাদ আলম প্রমুখ। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরাও খেলা উপভোগ করেন। সংশ্লিষ্ট সুত্র জানায়, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত যুব সমাজ গঠনে মেতে উঠি ফুটবল উৎসবে এই শ্লোগানে খোকদার নামে এই ফুটবল টুর্নামেন্টের প্রধান উদ্যোগতা নীলফামারী সদর আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির। তার উদ্যোগে ২০১৪ সালের ৭ নবেম্বর হতে খোকনদা আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয় । যার ধারাবাহিকতায় প্রতি বছর এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনকরা জানায় নীলফামারীর এককালের শিক্ষা গুরু ছিলেন বাবু সূনীল রতন ব্যানার্জী ওরফে খোকন দা। স্মরনীয় কৈশোর-যৌবন এবং জীবনের মাহেন্দ্রন নীলফামারীর ক্রীড়াঙ্গন জুড়েই কেটেছে তার। নীলফামারী হাই স্কুলের একজন সাধারন সহকারী শিক্ষক হয়েও তিনি কাঁধে তুলে নিয়েছিলেন নীলফামারীর শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়ার এক অতুলনীয় আদর্শ। নীলফামারীর সেই খোকদার জন্য আজ স্বর্ণময় অতীত। সে অতীত খন্ড খন্ড স্বর্ণের ফোর দিয়ে সুবর্ণ নকশী কাঁথা হয়ে উঠেছিল। আজ প্রয়াত সেই খোকনদার পরামর্শে তৎকালিন পূর্ব পাকিস্তান আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগী ১৯৫০ এই বড়মাঠে অনুষ্ঠিত হয়েছিল। তারই সুবাধে নীলফামারী হাই স্কুল মহকুমা, জেলা ও বিভাগ ও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করেছিল। খোকনদা ছিলেন চিরকুমার। শেষ জীবনে খোকনদা তার পৈত্রিক ভিটা হিসাবে ভারতের জলপাইগুড়ি ফিরে যান। সেখানে তিনি বার্ধক্যজনিত রোগে মৃত্যু বরন করেন।

মন্তব্য করুন


 

Link copied