আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে মোবাইল ফোনে কথা বলছিল, হঠাৎ পিছন থেকে ট্রেনের ধাক্কায় কাটা পড়লেন যুবক       ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার       ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে       ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা      

 width=
 

শুভাশিসকে ‘সরি’ বললেন মাশরাফি

বুধবার, ৮ নভেম্বর ২০১৭, রাত ০৯:৩৭

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন দাসকে আউট করে ‘গালি’ দিয়েছিলেন চিটাগং ভাইকিংসের শুভাশিস রায়! আজ রংপুরের জিয়াউর রহমানকে আউট করেও ২২ গজের ক্রিজে অশোভন আচরণ করেছেন এই পেসার। জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট ও একটি ওয়ানডে খেলা শুভাশিসের থেকে এমন আচরণে বিস্মিত সকলে। আজ একই ম্যাচে যা করে বসেছেন, তা মানতে কষ্ট হচ্ছে অনেক ক্রিকেটপ্রেমীর। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দিকে তেড়ে যান ২৮ বছর বয়সি শুভাশিস। ডানহাতি পেসারের করা বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়েও পারেননি মাশরাফি। তার ব্যাটে লেগে বল যায় শুভাশিসের কাছে। বল ধরেই মাশরাফির দিকে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি শুভাশিসের। মাশরাফি হাত নাড়িয়ে বললেন,‘যা’। কিন্তু শুভাশিস তেড়ে আসলেন মাশরাফির দিকে। মাশরাফি চুপ হয়ে গেলেও শুভাশিসের কথা থামছেই না। ওভার শেষ হওয়ার পরও কথা বলে যাচ্ছিলেন। সিনিয়র ক্রিকেটার হিসেবে পরিস্থিতে সামলে নেন মাশরাফি। শুধু মাশরাফি নন, শুভাশিসের সতীর্থ তাসকিন, তানভীর, সিকান্দার রাজা, এনামুল হক বিজয় সবাই আসলেন শুভাশিসকে সরিয়ে নিতে। মিসবাহ-উল-হক এসে মাশরাফির সঙ্গে কথাও বলেন। নিরুপায় মাশরাফি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বলার অপেক্ষা রাখে না, শুভাশিসের থেকে এমন আচরণের অভিজ্ঞতা সুখকর কিছু ছিল না মাশরাফির জন্য। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে খুব সাবলীলভাবেই পরিস্থিতি সামলেছেন রংপুরের অধিনায়ক। হেসেই বলেছেন, ‘ছেলেরা সব স্মার্ট হয়ে যাচ্ছে। বিষয়টি সিরিয়াস কিছু না। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এ রকম হয়। ও (শুভাশিস) জিততে চেয়েছে আমিও তাই। আসলে আমার ওকে সরি বলা উচিত। ওর জায়গা থেকে ও ঠিক আছে।’ ‘ও আমার ছোট, আমার আরেকটু মাথা ঠাণ্ডা রাখলে ভালো হতো। সিরিয়াস কিছু হয়নি অবশ্যই। আমি জানি না, ওর কী করা উচিত ছিল। কিন্তু সিনিয়র হিসেবে আমার আরেকটু শান্ত থাকলে ভালো হতো’- যোগ করেন মাশরাফি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর সময় শুভাশিস-মাশরাফিও হাত মিলিয়েছেন। তবে বিষয়টি নিয়ে শুভাশিসের সতীর্থরাও বেশ বিস্মিত। খেলা চলাকালীন সময়ে তাসকিনকে বারবার দেখা গেছে, শুভাশিসকে চুপ থাকতে বলতে। জিম্বাবুয়ের সিকান্দার রাজা প্রতি বল পরপর শুভাশিসের সঙ্গে কথা বলেছেন। কিন্তু মাঠে শুভাশিসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জয়ের পর তার আচরণ ছিল ঔদ্ধত্য।

মন্তব্য করুন


 

Link copied