আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

আসছেন গেইল-ম্যাককালাম, এবার হাসবে রংপুর রাইডার্স?

রবিবার, ১২ নভেম্বর ২০১৭, রাত ১০:১৪

কয়েকদিনের বিরতি মিলেছে। অন্যান্য দলগুলোর ম্যাচ থাকলেও রংপুর রাইডার্স সাতদিনের বিরতি পেয়েছে। ১১ নভেম্বর শেষ ম্যাচ খেলা রংপুরের পরবর্তী ম্যাচ আগামী ১৮ নভেম্বর। বিরতিটাকে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবেই নিয়েছে রংপুর। এছাড়া ঘুরে দাঁড়ানোর পথে আশার সঞ্চার হচ্ছে দুটি নামকে আবর্তিত করে। ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। টি-টোয়েন্টিতে এই দুটি নামই বড় বিজ্ঞাপন। রংপুর রাইডার্সের হয়ে খেলতে আগামী ১৬ নভেম্বর বাংলাদেশে আসছেন তারা।

১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেই রংপুরের জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাতে দেখা যেতে পারে গেইল ও ম্যাককালামকে। এমনটি জানিয়েছেন রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার শানিয়ান তানিম। এ বিষয়ে তিনি বলেন, ‘ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম আগামী ১৬ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। আশা করছি পরবর্তী ম্যাচে তাদেরকে পাচ্ছি আমরা। দলের জন্য এ খবর বেশ স্বস্তিদায়ক। কারণ টানা দুই হারে দলের সবারই মন খারাপ।’

মাশরাফির হাতে নেতৃত্বভার। দলে আছেন লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা, রবি বোপারা, শাহরিয়ার নাফিসরা। এর সাথে যোগ হয় উইন্ডিজ ব্যাটিং দানব ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের ব্যাটিং ঝড় ব্রেন্ডন ম্যাককালামের নাম। যে কারণে রংপুরকে নিয়ে আলোচনা বিপিএল মাঠে গড়ানোর অনেক আগে থেকেই। যদিও দুই মহাতারকা গেইল ও ম্যাককালামের ব্যাটিং দেখার সুযোগ এখনও হয়নি ক্রিকেটমোদীদের। তাদেরকে ছাড়াই প্রথম তিন ম্যাচ খেলতে হয়েছে রংপুরকে।

শুরুটা ভালই করেছিল মাশরাফির দল। চলতি বিপিএলের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে ছয় উইকেটের জয় তুলে নেয় রংপুর। কিন্তু পরের ম্যাচেই অন্য রংপুর। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১১ রানে হেরে যায় মাশরাফিরা। ঢাকা পর্বেও ছন্দে ফেরা হয়নি। প্রথম দেখায় ছয় উইকেটে জয় পাওয়া রাজশাহীর বিপক্ষেই আট উইকেটের হার মেনে নেয় রংপুর।

টানা দুই হারের চেয়ে রংপুরের বড় চিন্তার জায়গা তাদের উদ্বোধনী জুটি। দলকে ভাল শুরু এনে দিতে পারছেন না ওপেনাররা। ইনিংস উদ্বোধনের দায়িত্বে থাকা জনসন চার্লস, অ্যাডাম লিথ বা জিয়াউর রহমান- কেউই দলের হয়ে ব্যাট চালাতে পারছেন না। ভাল শুরু না হওয়াতে লড়াই করতে হচ্ছে মিডল অর্ডারকে। আর মিডল অর্ডার ব্যর্থ হলে স্কোরকার্ডের চেহারা রুগ্নই থেকে যাচ্ছে।

এ জন্যই গেইল ও ম্যাককালামের দিকে তাকিয়ে রংপুর রাইডার্স। এরা দুজনই ওপেনার। এদের ব্যাটে চড়ে ভাল শুরু করতে না পারার আক্ষেপ ঘুচতে পারে রংপুরের। সেটা হলে দলের স্কোরকার্ডও হয়ে উঠবে সমৃদ্ধ। আর এই দুজনের কেউ জ্বলে উঠলে তো রীতিমতো সূখী পরিবারে পরিণত হবে রংপুর শিবির।

মন্তব্য করুন


 

Link copied