আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

প্রটোকল স্বাক্ষরের দু’বছর পূর্তি: ফুসে উঠছে ছিটমহলবাসী

শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৩, রাত ১০:১৮

নি

[caption id="attachment_11385" align="alignright" width="300"] ফাইল ছবি[/caption]

য়াজ আহম্মেদ সিপন, লালমনিরহাট প্রতিনিধি: ছিটমহল সমস্যার সমাধানে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বারিত প্রটোকল দুই বছরেও বাস্তবায়ন হয়নি। ফলে ফুসে উঠছে ছিটমহলবাসী।

ভারতের পার্লামেন্টে বহুল আলোচিত স্থলসীমান্ত চুক্তিটিও উত্থাপনের সম্ভাবনা ক্ষীণ। এ প্রক্ষাপটে বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহলের বাসিন্দারা ৬ সেপ্টেম্বর প্রটোকল স্বাক্ষরের দিনটিকে 'হতাশা দিবস' হিসেবে পালনের ঘোষণা দিয়েছে।

এর মধ্য দিয়ে নাগরিক অধিকারবঞ্চিত ছিটমহলবাসী নতুন করে আন্দোলনে নামছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশ ছাড়াও স্ব স্ব ছিটমহলে সমাবেশ করে। সমাবেশ থেকে নেতারা তাদের দাবি আদায়ে আন্দোলনের ঘোষনা দেন এবং ভারতের সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তারা জানিয়েছেন। জানা গেছে, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে ছিটমহল বিনিময়ের যে প্রটোকলটি স্বারিত হয়, তাতে ছিটমহল বিনিময়ের কোনো সুস্পষ্ট সময়সীমা ছিল না। ফলে বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি ও ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের মানুষ দ্রুত ছিটমহল বিনিময় ও মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের দাবিতে সমাবেশ, মশাল মিছিল, গণঅনশন, ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করে। এরই পরিপ্রেক্ষিতে কয়েক দফা ভারতের পার্লামেন্টে বিধান সংশোধন করে বিল উত্থাপনের কথা শোনা গিয়েছিল। কিন্তু বিরোধী দলের সমর্থন না পাওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে ভারতের রাজ্যসভার চলতি অধিবেশনে স্থলসীমান্ত চুক্তি বিলটি কয়েক দফায় উত্থাপনের চেষ্টা করে ভারতের সরকারি দল কংগ্রেস। কিন্তু ভারতের বিরোধী দল বিজেপি, আসাম গণপরিষদ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেঁকে বসায় অনিশ্চিত হয়ে পড়েছে চুক্তির বাস্তবায়ন। তাই হতাশ ও ক্ষুব্ধ ছিটমহলবাসী। লালমনিরহাটের পাটগ্রামের ছিট জোংড়া ছিটমহলের বাসিন্দা আসলাম মিয়া(৫৫) বলেন, 'হামরা মনে কচ্চিনো ভারতের সংসদ এবার মনে হয় বিলটা পাস করবে। কতজনে কত কিছু মানত করছি। এলা দেখপ্যার নাগছি সউগ আন্দোলন বৃথা যায়।' বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, 'ছিটমহল সমস্যার সমাধান না হলে আন্দোলন ছাড়া বিকল্প নেই। তাই নতুন করে কর্মসূচি দেয়া হবে। এতেও কাজ না হলে অধিকার প্রতিষ্ঠার জন্য ভারতের সুপ্রিম কোর্টে যাওয়ার আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে।'

মন্তব্য করুন


 

Link copied