আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন সম্পন্ন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা      

 width=
 

রংপুরে বহুল আলোচিত কলেজ ছাত্র হত্যাকান্ডের রহস্য উদঘাটন

শনিবার, ২৫ নভেম্বর ২০১৭, দুপুর ০১:৫৬

 প্রেস রিলিস: রংপুর জেলার পীরগাছা থানার সোনারায় গ্রামের রফিকুল ইসলামের পুত্র গাইবান্ধা সরকারী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র আল আমিন নয়ন (২২) কে নৃশংসভাবে হত্যা করে উক্ত ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে রেল লাইনে লাশ রেখে দিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে বলে চালিয়ে দিতে চাইলেও পিবিআই রংপুর জেলার চৌকস অফিসারদের অক্লান্ত পরিশ্রমে ঘটনার তিন বছর পর মামলার দুই আসামী গ্রেফতার, একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান এবং হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটিত হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামী হলেন পীরগাছা থানাধীন তাম্বুলপুর গ্রামের মৃত জলিল ফকিরের ছেলে জুয়েল (২৮) এবং একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে তুষার(২২)। এর মধ্যে গ্রেফতারকৃত আসামী জুয়েল গতকাল (২৪ নভেম্বর ) শুক্রবার বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পিবিআই রংপুর এর তদন্ত সূত্রে জানা যায়, ভিকটিম নয়নের সাথে একই থানার তাম্বুলপুর ফকিরপাড়া গ্রামের জলিল ফকিরের মেয়ে রুনির সাথে প্রেম ভালোবাসা ছিল। বিষয়টি ভালোভাবে নিতে পারেনি মেয়ের পরিবার। এ কারনে ঘটনার বেশ কিছু দিন আগে থেকে আসামীরা ভিকটিম নয়নকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। মামলার ঘটনার দিন ইং ০৬/০৪/২০১৪ তারিখে ভিকটিম নয়ন গাইবান্ধা সরকারী কলেজ থেকে ছুটিতে বাড়িতে আসে। ওইদিন রাত অনুমান ১০.৩০ মিনিটের দিকে ভিকটিম নয়নের প্রেমিকা রুনি মোবাইলে নয়নকে তার বাড়িতে আসতে বললে নয়ন তার বন্ধু গ্রেফতারকৃত আসামী তুষার সহ প্রেমিকা রুনির বাড়িতে যায়। সেখানে যাওয়ার পর গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীরা তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে ভিকটিম নয়নকে আটক করে অস্রের ভয় দেখিয়ে রুনির বাড়ি থেকে অল্প একটু দূরে নিয়ে যায়। সেখানে যাওয়া মাত্র এজাহারভুক্ত একজন আসামী ভিকটিম নয়নকে ছোড়া দিয়ে বুকে আঘাত করে। এক পর্যায়ে ভিকটিম নয়ন উক্ত ছোড়া হাত দিয়ে ধরার চেষ্টা করলে তার হাত কেটে যায়। এসময় অন্য আসামীরা নয়নকে মাটিতে ফেলে দিয়ে তার হাত এবং পা চেপে ধরলে উক্ত আসামী নয়নকে গলা কেটে হত্যা করে। পরে তারা নিজেরাই একটি ভ্যান সংগ্রহ করে ভিকটিম নয়নকে একটি বস্তায় ভরে পীরগাছা হইতে অন্নদানগর রেল লাইনের সুকানপুকুর মৌজার রেলব্রীজের দক্ষিণ পাশে রেললাইনে নিয়ে যায় এবং ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে লাশটি রেললাইনে ফেলে রাখে এবং ট্রেনে কাটা নিশ্চিত করে সকলেই বাড়ি চলে যায়। মামলাটির তদন্তভার পেয়ে পিবিআই রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এর নেতৃত্বে মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হোসেন আলী ঘটনার সাথে জড়িত এজাহারভুক্ত আসামী জুয়েলকে গত ২৩ নভেম্বর ২০১৭ ইং তারিখে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে ঘটনার সাথে জড়িয়ে অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে এবং বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ নভেম্বর তারিখে অপর আসামী তুষার কে গ্রেফতার করা হয়। পিবিআই রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তদন্তের স্বার্থে ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের নাম পরিচয় প্রকাশ করেন নি তিনি।

মন্তব্য করুন


 

Link copied