নাটোর: নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার আহম্মেদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার হালসা ফুলসর গ্রামের ঈব্রাহীম হোসেনের ছেলে ইমরান আলী (২০) ও তার বন্ধু একই এলাকার আফাজ উদ্দিনের ছেলে আলিম উদ্দিন (২১)।
নাটোরের ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম ও নাটোরের ফায়ার সার্ভিস কর্মি হারুনুর রশীদ জানান, দুপুরে নাটোর সদর উপজেলার হালসার ফুলসর গ্রামের ইমরান আলী ও তার বন্ধু আলিম উদ্দিন মোটরসাইকেল যোগে বনপাড়ার বাজারের দিকে যাচ্ছিল। পথে নাটোর-ঢাকা মহাসড়কের আহম্মেদপুর বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই আলিম উদ্দিন মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ও নাটোর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ইমরান আলীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দু’জনের মৃতদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ট্রাকটিকে আটক করা হয়েছে বরেও জানান তিনি।