আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

নীলফামারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭, বিকাল ০৫:৪৬

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নীলফামারী জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নীলফামারী জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। সভায় আমন্ত্রিত অথিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক) শাহিনুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোঃ আতিকুর রহমান। বার্ষিক সাধারন সভার শুরুতে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। সভায় বার্ষিক প্রতিবেদন ও আগামী অর্থ বছরের বাজেট ঘোষনা করেন ইউনিটের সাধারন সম্পাদক হাসিনা আহামেদ। বার্ষিক প্রতিবেদনে বিভিন্ন কর্মকান্ডের প্রতিফলন ও ২০১৭ সালের আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। ২০১৭ সালে আয় ছিল ৪৯ লাখ ৩৯ হাজার ৫৩৪ টাকা ২৫ পয়সা। আর ব্যয় করা হয় ৪৫ লাখ ১৫ হাজার ১৪৫ টাকা। অপর দিকে ২০১৮ অর্থ বছরের জন্য সম্ভাব্য আয় ধরা হয়েছে এক কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৮৬৯ টাকা ২৫ পয়সা। অপর দিকে সম্ভাব ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক বসুনিয়া, রেড ক্রিসেন্ট সোসাইটির নীলফামারী জেলা ইউনিটের কার্য নির্বাহী সদস্য ডাঃ মুজিবুল হাসান চৌধুরী শাহীন, প্রকৌঃ এসএম সফিকুল আলম ডাবলু, ডাঃ হাসান হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, যুব রেডক্রিসেন্ট প্রধান মাসুদ সরকার। সভায় জেলার ছয় উপজেলার আজীবন ও সাধারন সদস্য এবং যুব রেডক্রিসেন্ট সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied