আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

২৭সদস্য বিশিষ্ট ডিমলা উপজেলা আহবায়ক কমিটি গঠন

রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭, বিকাল ০৭:৫১

জাতীয় পার্টি’র(জাপা) ডিমলা উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নীলফামারী শহরের সৈয়দপুর সড়কে অবস্থিত জাপা জেলা কার্যালয়ে গতকাল শনিবার (৯ ডিসেম্বর) রাতে ২৭সদস্য বিশিষ্ট ওই আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে ডিমলা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল লতিফ চৌধুরীকে আহবায়ক এবং জাকারিয়া হোসেন রাজুকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন আব্দুল গফুর সরকার, প্রাক্তন ইউনিয়ন চেয়ারম্যান রফিজুল ইসলাম, মোশাররফ হোসেন মিন্টু ও হাবিবুর রহমান খান লোহানি। কমিটির সদস্যরা হলেন কামরুজ্জামান সরকার, আব্দুল মতিন, আব্দুস সুকুর, আমজাদ হোসেন লিখন, সামছুল আলম খোকন, বিষ্ণুপদ রায়, আবুল হোসেন, মাহাবুবার রহমান, আবুল কালাম, আব্দুর রউফ, রুহুল আমিন, মোফাজ্জল হোসেন, শহিদার রহমান, আশরাফুল আলম বুলু, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মনিরুল ইসলাম, আব্দুর রহমান, স্বপন মিয়া, বাবুল গণি, শমসের আলম ও বাবুল ইসলাম। কমিটি গঠনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক ও নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী। সভা পরিচালনা করেন সদস্য সচিব সাজ্জাদ পারভেজ। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ জানান, আগামী ৩১জানুয়ারীর মধ্যে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশ দেয়া হয়েছে আহবায়ক কমিটিকে। ইউনিয়ন কমিটি গঠন করার পর উপজেলা কমিটি গঠন করতে হবে বলে জানান সাজ্জাদ পারভেজ।

মন্তব্য করুন


 

Link copied