আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

নীলফামারীতে বিশ্ব মানবাধিকার দিবস পালন

রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭, রাত ০৮:১৯

“কারো অধিকারের জন্য আজি উঠে দাড়াও” প্রতিপাদ্যকে সামনে রেখে দলিত ও হরিজন জনগোষ্ঠির সম-অধিকার প্রতিষ্ঠার দাবীতে নীলফামারীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উন্নয়ন সার্প রাইটস প্রকল্প আয়োজনে একটি র‌্যালী শহরের প্রধান সদক প্রদক্ষিন শেষে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করে। হরিজন ঐক্য পরিষদের সভাপতি মেঘুরাম বাঁশফোরের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সার্প রাইটস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শহিদুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার মালা হীরা, অন্তর বাঁশফোর, হরিজন ঐক্যপরিষদের সহ-সভাপতি নয়ন বাঁশফোর ও নেটওয়ার্ক অফ নন-মেইন স্ট্রিমড মারজিনালাইজড কমিউনিটি’র (এনএনএমসি) সদস্য তোফাজ্জল হোসেন প্রমুখ। হরিজন ঐক্য পরিষদের সভাপতি মেঘুরাম বাঁশফোর মানববন্ধন সমাবেশে সম-অধিবার প্রতিষ্ঠার দাবী জানিয়ে বলেন, এখোনো আমরা মুল স্রােতে প্রবেশ করতে পারিনি। আমাদের বঞ্চিত রাখা হয়েছে সবক্ষেত্রে। বিশেষ করে সরকারী চাকুরীতে আমাদের কোটা নিশ্চিত করা হচ্ছে। আমরা পিছিয়ে রয়েছি। প্রাপ্য থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। সরকারের কাছে দাবী করেন, চাকুরীতে হরিজনদের প্রাপ্য যেন অন্য কেউ ভোগ করতে না পারে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সার্প রাইটস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নীলফামারীতে দলিত ও হরিজন সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা, সম-অধিকার নিশ্চিত করণ ছাড়াও শিক্ষা প্রদানে কাজ করা হচ্ছে। তিনি বলেন, এ জন্য বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের সাথে বৈঠক, সভা সমাবেশ, সেমিনার করে কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। বিশ্ব মানবাধিকার দিবস পালন কর্মসুচীরও অংশ একটি। ডিমলাঃ- নীলফাারীর ডিমলায় আন্তর্জাতিক মানবধিকার দিবস পালিত। হিউম্যান রাইটস্ এন্ড এনভায়রমেন্ট সোসাইটি (হিডস) ডিমলা উপজেলা শাখার আয়োজনে আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা কার্যালয় হতে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে আলোচনা সভায় মিলিত হয়। ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন, ডিমলা পশু স¤পদ বিভাগের কর্মকর্তা সাইদুল ইসলাম, ডিমলা প্রেসকাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, স¤পাদক জাহেদুল ইসলাম জাহিদ, হিউম্যান রাইটস্ রংপুর বিভাগীয় চীপ কো-ডিনেটর সিরাজুল ইসলাম সিরাজ, ডিমলা প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি ময়েন কবীর, সাংগঠনিক স¤পাদক সহিদুল ইসলাম প্রমুখ। সৈয়দপুরঃ- সারা বিশ্বের ন্যায় সৈয়দপুরেরও ৬৯তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলে বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দপুর উপজেলা শাখা প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। সকাল ১০টায় সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদণি শেষে আবার সেখানে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ওবায়দুল ইসলাম ওই সভায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্য আমজাদ হোসেন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্য আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি মানিক উদ্দিন, সাধারণ স¤পাদক (ভারপ্রাপ্ত) মইনুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হামিদ সরকার, আকতার হোসেন ফেকু, সাংগঠনিক স¤পাদক দিলবর হোসেন মন্ডল, অর্থ স¤পাদক ইয়াছিন আলী, তরুলতা রায়, কাউন্সিলর কণিকা রানী সরকার, সাবেক কাউন্সিলর সাবিত্রী চক্রবর্তী, সদস্য কাজী গোলাম আব্দুল কাদের, আলমগীর হোসেন, ডাঃ জাবেদ ইকবাল, খুরশিদ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার একরামুল হকসহ অনেকে। বক্তারা বলেন, আজ সারা দেশে মানবাধিকার লংঘিত হচ্ছে। নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ৬৯তম এ বিশ্ব মানবাধিকার দিবসে র‌্যালিতে সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মী, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম বলেন, সারা বিশ্বে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাড়ে ৮ হাজার শাখায় কয়েক লাধিক মানবাধিকার কর্মী কাজ করে যাচ্ছে। আসুন আমরা নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়াই। সৎ পথে উপার্জিত অর্থের একটি অংশ আর্তমানবতার সেবায় ব্যয় করি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অসহায় নির্যাতিত মানুষের শাস্তির পে আওয়াজ তুলি।

মন্তব্য করুন


 

Link copied