আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল       সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন      

 width=
 

গানকবি’র দ্বিতীয় বর্ষপূর্তি

সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮, রাত ০৯:০৩

বিনোদন ডেস্ক: বাংলা লোক গানের থিয়েট্রিক্যাল ব্যান্ড ‘গানকবি’র দুই বছর পূর্তিতে আয়োজন করা হয়েছে লোক সাধক সম্মাননা ও বাংলা গানের আসর। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ আয়োজন করা হচ্ছে। এই আয়োজনে ভাওয়াইয়া গানের সাধক, শিল্পী, গীতিকার, সুরকার ও ‘ভাওয়াইয়া অঙ্গন’এর প্রতিষ্ঠাতা একেএম মোস্তাফিজুর রহমানকে লোক সাধক সম্মাননা প্রদান করা হবে এবং তার লেখা ‘দ্বৈত কণ্ঠে ভাওয়াইয়া গান’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, নাট্যজন রামেন্দু মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। ৩ ঘণ্টার এই আয়োজনে গানকবির বন্দনা, গানে গানে দেশভ্রমণ, জালালগীতি, মাইজভাণ্ডারি ও ভাওয়াইয়ার থিয়েট্রিক্যাল পরিবেশনা রয়েছে । পাশাপাশি ‘জোছনা রাইতে’, ‘শহর জীবন’, ‘চাতক’, ‘মহাজনে বানাইয়াছে ময়ুরপঙ্খী নাও’, ‘প্রাণনাথ’, ‘চানমুখে মধুর হাসি’, ‘নিদয়ার কালিয়া’র মতো প্রায় ২০ টি গান পরিবেশন করবে। সম্মাননার পাশাপাশি ভাওয়াইয়া শিল্পী এ কে এম মোস্তাফিজুর রহমান ও তার সহধর্মিনী ভাওয়াইয়া শিল্পী সালমা মোস্তাফিজ গানকবির সঙ্গে দ্বৈতকন্ঠে গাইবেন ভাওয়াইয়া গান। অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত শিল্পী বারী সিদ্দিকী, লাকী আখন্দ, আব্দুল জব্বার ও কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে স্মরণ করা হবে। উল্লেখ্য ২০১৬ সালের জানুয়ারিতে বাংলা লোক গানকে কণ্ঠে ধারণ করে আত্নপ্রকাশ করে এ ব্যান্ড। ব্যান্ডটি বাংলা লোক গানের সবগুলো শাখা নিয়ে থিয়েট্রিক্যাল আঙ্গিকে পরিবেশনা করে থাকে।

মন্তব্য করুন


 

Link copied