আর্কাইভ  শনিবার ● ১১ মে ২০২৪ ● ২৮ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১১ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত, এসআই হাসপাতালে       রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু       তিস্তা নিয়ে ভারত-চীন প্রতিযোগিতা       ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে আনারস ও মোটরসাইকেল মার্কার জয়      

 width=
 

‘প্রধানমন্ত্রীর পদ চিরস্থায়ী বন্দোবস্ত মনে করি না’

বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮, দুপুর ০৩:৩৩

প্রধানমন্ত্রী বক্তব্য রাখার আগে বক্তব্য দেন অর্থসচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে তিনি ভয় পান। এ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘অর্থসচিব আমার সঙ্গে কথা বলতে ভয় পান। এ কথা শুনে আমি দুঃখিত। আমার সঙ্গে কথা বলতে কেন ভয় পাবেন? আমি নিজেকে সেবক মনে করি, প্রধানমন্ত্রী না। প্রধানমন্ত্রী পদটি সাময়িক। স্থায়ী বন্দোবস্ত না। অতীতে অনেককে দেখেছি একবার উঠলে আর নামা যাবে না এটা মনে করতো। আমি এটাকে সাময়িক মনে করি। সুযোগ পেয়েছি জনগণের স্বার্থে কাজ করার। আমি নিজেকে প্রধানমন্ত্রী না, জাতির জনকের মেয়ে হিসেবে দেখি। সরকারি যে বাসভবন সেটা কিন্তু তৃণমূলের জন্যও উন্মুক্ত। মাঝে মধ্যে নিরাপত্তার জন্য একটু সমস্যা হয়ে যায়। দেশের যেকোনও কাজের জন্য যে কেউ যেকোনও সময় আসতে পারেন। ভয় পাওয়ার কিছু নেই।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যদি আর তিনটা বছর সময় পেতেন তাহলে বাংলাদেশ সে সময়েই দৃষ্টান্ত হতো। হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতি যারা করে তারা দেশের কল্যাণে কাজ করতে পারে না। অবৈধভাবে যারা ক্ষমতায় আসে তারা নিজ পদকে সুরক্ষায় ব্যস্ত থাকে। এসব মানসিক রোগ থেকে আমি মুক্ত। যখন যেমন তেমন চলতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘৯১ সালে দারিদ্র্যের হার ছিল ৫৬.৭ শতাংশ। ‘৯৬ সালে আমরা এসে ব্যাপক কর্মসূচি হাতে নেই। ফলে দরিদ্রতা হ্রাস পেয়েছে।

রেমিটেন্স বাড়ছে জানিয়ে তিনি বলেন, গতবছর ১০ লাখ মানুষ বিদেশে পাঠানো গেছে। তারা আমাদের টাকা পাঠায়। দেশের ভেতর অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পয়েছে। রেমিটেন্স ১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। মানুষের আয় বেড়েছে, বিদ্যুতের ব্যবহারও বেড়েছে। গ্রামেও বিদ্যুতের চাহিদা বেড়েছে। একটা ফ্যান বা লাইট জ্বলবে ভেবে যে চাহিদা নির্ধারণ করা হয়েছিল সেটি আর সেখানে সীমাবদ্ধ নেই। আমাদের খানা ভিত্তিক জরিপ হচ্ছে। এটা হলেই প্রকৃত হিসাব জানতে পারবো। গ্রামের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হবে সেটাই লক্ষ্য।

তিনি আরও বলেন, ‘আমরা উন্নয়নশীল দেশ। জিডিপির ভিত্তিতে ৪৪তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে ৩২তম জায়গায় পৌঁছেছে বাংলাদেশ।

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অডিট কার্যক্রমের পাশাপাশি আর্থিক অপচয় অনিয়ম হ্রাস পাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন


 

Link copied