আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে মোবাইল ফোনে কথা বলছিল, হঠাৎ পিছন থেকে ট্রেনের ধাক্কায় কাটা পড়লেন যুবক       ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার       ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে       ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা      

 width=
 

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘উদ্বোধনী সমাবর্তন’ নিয়ে বিতর্ক

বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০১৮, রাত ১২:১২

 স্টাফ রিপোর্টার: বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পরেই সাধারণ শিক্ষার্থীদের সমাবর্তনে ডাকা হয়। কিন্তু রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা। তারা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই ‘সমাবর্তন’ অনুষ্ঠানে যোগদানের সুযোগ পেয়েছেন! ‘উদ্বোধনী সমাবর্তন’ নামের ওই অনুষ্ঠানে বুধবার যোগ দেন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘উদ্বোধনী সমাবর্তন’ নাম দিয়ে বোঝাতে চেয়েছে ‘প্রথম সমাবর্তন’। নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানকে ‘উদ্বোধনী সমাবর্তন’ শব্দটি ব্যবহার নিয়ে এরই মধ্যে বেরোবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নানা সমালোচনা শুরু হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানে ‘উদ্বোধনী সমাবর্তন’ শব্দটি ব্যবহারে আপত্তি জানিয়ে গত মঙ্গলবার উপাচার্যের কাছে একটি পত্র লেখেন বেরোবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (ড. তুহিন ওয়াদুদ)। তিনি ওই পত্রে উল্লেখ করেন, “আমন্ত্রণপত্রে বরণমূলক অনুষ্ঠানটিকে ‘উদ্বোধনী সমাবর্তন’ বলা হয়েছে। বাংলা একাডেমির অভিধান অনুযায়ী ‘সমাবর্তন’ শব্দটির অর্থ ‘বরণমূলক’ কোনো কিছুকে বোঝায় না। তাই নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে আয়োজিত মহতী অনুষ্ঠানের নামকরণমূলক ‘উদ্বোধনী সমাবর্তন’ এর স্থলে ‘নবীনবরণমূলক’ শব্দ প্রতিস্থাপনের জন্য অনুরোধ করছি।” কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই পত্রে পাত্তা না দিয়ে এরই মধ্যে অনুষ্ঠানটি সমাপ্ত করেছেন। ‘উদ্বোধনী সমাবর্তন’ ব্যবহার করা সঠিক হয়েছে কিনা- এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির বাংলা অভিধান সম্পাদনা পর্ষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এর পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকার বলেন, ‘সমাবর্তন শব্দের অর্থ হলো, যে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয়। তাই বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে সমাবর্তন শব্দটি ব্যবহার করার যৌক্তিকতা নেই।’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত ২০০৯ সালের ২৯ নম্বর আইনে সমাবর্তন সম্পর্কে ৯(১) ধারায় বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হইবেন এবং তিনি একাডেমিক ডিগ্রি ও সম্মানসূচক ডিগ্রি প্রদানের সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করিবেন; তবে শর্ত থাকে যে চ্যান্সেলর ইচ্ছে করিলে, কোন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করিবার জন্য অন্য কোন ব্যক্তিকে মনোনীত করিতে পারিবেন।’ তবে ওই ধারায় ‘উদ্বোধনী সমাবর্তন’ নামে কোনো অনুষ্ঠানের কথা উল্লেখ নেই। এ বিষয়ে জানতে বেরোবির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে ফোন করলে আরেকজন রিসিভ করেন। তিনি বলেন, ‘স্যার মিটিংয়ে ব্যস্ত আছেন।’

মন্তব্য করুন


 

Link copied