আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা      

 width=
 

মেয়রের হুমকি: রাণীশংকৈলে সাংবাদিকদের ‘কলম বিরতি’ ঘোষণা

মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি ২০১৮, সকাল ০৯:২৪

সোমবার বিকেলে রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে রাণীশংকৈল প্রেসক্লাব হলরুমে জরুরী সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় সভাপতি মোবারক আলী বলেন, জাইকার রাস্তা সংস্কারে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় গত বৃহস্পতিবার বিকেলে রাণীশংকৈল পৌরসভার মেয়র আলমগীর সরকার মুঠোফোনে সাংবাদিক খুরশিদ আলম শাওনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। শুধু তাই নয়, মেয়র আলমগীর সাংবাদিক শাওনকে কেটে ফেলার হুমকি দিয়েছেন।

এরই প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা সংবাদকর্মীরা কমল বিরতী পালনের ঘোষনা দেন। এরপরও যদি পৌর মেয়রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়া হয় পরবর্তী জেলা ও উপজেলার সংবাদকর্মীদের নিয়ে কঠোর কর্মসুচি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন সাংবাদিক নেতারা।

এসময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি ফারুক আহম্মদ, সিনিয়র সাংবাদিক নুরুল হক, আনিসুর রহমান বাকি, সেতাউর রহমান, যুগ্ন সম্পাদক একে আজাদ, অর্থ সম্পাদক ছবি কান্ত দেব, সদস্য মোঃ বিপ্লব, বিজয় রায়, আনোয়ার হোসেন জীবন, জিয়াউর রহমান জিয়া, আনোয়ার হোসেন আকাশ, খুরশিদ আলম শাওন, মাসুদ রানা পলক, আব্দুর রাজ্জাক , মানিক আহম্মদ, শিরিন সুলতানা প্রমুখ।

গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের সংবাদ পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি খুরশিদ আলম শাওন নিজের নিরাপত্তা চেয়ে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাণীশংকৈল পৌরসভা চত্বরে কয়েকজন কাউন্সিলরের সামনে মেয়র আলমগীর সরকার সাংবাদিকদের নেশাখোর বলে মন্তব্য করেন। এছাড়া জাইকার কাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি ধামাচাপা দিতে গত রবিবার (৪ ফেব্রুয়ারি) রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে মেয়র আলমগীর বলেছিলেন, তিনি এক দিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করতে পারেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি প্রতিদিনের সংবাদ পত্রিকায় ‘বদলি ঠিকাদার ও নিম্নমানের ইট দিয়ে চলছে রানীশংকৈলে জাইকার কাজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

মন্তব্য করুন


 

Link copied