আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

 width=
 
শিরোনাম: রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর       কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি      

 width=
 

হাতিবান্ধায় সংঘর্ষে প্রতিমন্ত্রীর ভাতিজাসহ আহত ৪

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৩, দুপুর ০২:০৭

হাতিবান্ধা, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাতিজাসহ ছাত্রলীগের ৪ নেতা আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাতিবান্ধার বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগ কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন-প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন (২৮), হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক স্বপন (২৭) এবং অপর গ্রুপের জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক চয়ন (৩২) ও মাইদুল ইসলাম বুলেট (৩০)। এদের হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে ৬ জন করে মোট ১২ জন ছাত্রলীগ নেতা প্রতিদ্বন্দ্বিতা করেন। রক্ত পরীক্ষার মাধ্যমে এদের মধ্যে ৬ জন মাদকসেবী বলে চিহ্নিত হওয়ায় বাধ্য হয়ে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন। পরে সোমবার রবিউল ইসলামকে সভাপতি ও জাকিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ওই ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পদ বঞ্চিত মাইদুল ইসলাম বুলেট ও জাকির হোসেন গ্রুপের নেতাকর্মীরা ওই দিনই বড়খাতা ও ফকিরপাড়া ইউনিয়নের দলীয় কার্যালয় ভাঙচুর করেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে বড়খাতা ইউনিয়ন ছাত্রলীগ কার্যালয়ে আবারো ওই দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে আহত হন ওই চারজন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক চয়ন বলেন, যোগ্য নেতাদের বাদ দিতে কথিত রক্ত পরীক্ষার নামে ছাত্রলীগ নেতাদের নামে নেশাগ্রস্থের অভিযোগ আনা হয়। এতে সাধারণ নেতাকর্মীরা ক্ষিপ্ত হলে এ সংঘর্ষ বাধে। অপরদিকে, হাতিবান্ধা উপজেলা ছাত্রলীগের সভাপতি তফিউজ্জামান জুয়েল বলেন, নেশাগ্রস্থ কিছু নেতাকর্মীকে নতুন কমিটিতে না নেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সংঘর্ষ চলাকালে প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ওই কার্যালয়ের পাশে বড়খাতা কৃষি কলেজে মিটিং করছিলেন।

মন্তব্য করুন


 

Link copied