আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা      

 width=
 

হারাগাছ কলেজে শহীদ মিনারে অগ্নিসংযোগ,থানায় মামলা

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০১৮, দুপুর ০৩:২২

হারাগাছ কলেজের অধ্যক্ষ আব্দুল ছাত্তার জানায়, কলেজ ক্যাম্পাসে রাতে নৈশপ্রহরী মজিবর রহমান ডিউটি দিচ্ছিল। ভোর ৪টার দিকে অজ্ঞাত ১৫/২০জনের একদল মুখোশধারী দুর্বৃত্তরা শহীদ মিনারের বেদীর উপরে রাখা কাপড়ে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে। এতে শহীদ মিনারের দাড়িয়ে থাকা মাঝের অংশ অগ্নিকান্ডে পুড়ে কালো হয়ে যায়। নৈশপ্রহরী মজিবর শহীদ মিনারে আগুন দেখে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অধ্যক্ষ বলেন, কলেজে গর্ভানিং বডি, শিক্ষক ও ছাত্র সংগঠনের মধ্যে কোন বিরোধ নেই। কলেজটি সদ্য জাতীয় করন হয়েছে, কেউ কলেজের ভাবমুর্তি ক্ষুন্ন করতে বা কলেজ ক্যাম্পাসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ওই কলেজের শিক্ষক মোতাহার হোসেন ডালু জানান, কে বা কাহারা এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। অগ্নি সংযোগকারীরা যেই হউক তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানায়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। কাউনিয়া থানার ওসি মামুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে রাত ৮টায় কলেজের অধ্যক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেছেন,মামলা নং-১৪, তাং-২১.০২.১৮। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জোড় চেষ্ঠা চলছে।

মন্তব্য করুন


 

Link copied