আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯      

 width=
 

সরকার সংঘাতের উস্কানি দিচ্ছে: ফখরুল

শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৮, দুপুর ০২:৩১

মির্জা ফখরুলের অভিযোগ, পরিস্থিতি ঘোলাটে করতে পুলিশ সরকারের মদদে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। অবৈধ সরকার যতই উস্কানি দিক, বিএনপি তাতে কান দেবে না। সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে চলবে। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করবে। সরকার যে ধরনের আচরণ কর‌ছে, তা‌তে যে কোনো উদ্ভূত প‌রি‌স্থি‌তি তৈরি হলে তার জন্য তারাই দায়ী থাক‌বে।’

তি‌নি ব‌লেন, ‘শনিবার সকালে শা‌ন্তিপূর্ণ কর্মসূ‌চি‌তে পু‌লিশ বিনা উস্কা‌নি‌তে হামলা চা‌লি‌য়ে অসংখ্য নেতাকর্মীকে আহত ও আটক ক‌রে‌ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। সকালে হঠাৎ করেই সাজসাজ রবের পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। র‌ঙিন পানি দিয়ে আমাদের ভি‌জি‌য়ে দেয়। কার্যাল‌য়ে অবস্থান নিলে সেখানেও টিয়ার‌শেল নিক্ষেপ করে। এতে সেখানে দমবন্ধে ম‌ত প‌রি‌স্থি‌তি তৈরি হয়।’

তিনি বলেন, ‘সরকার দলের নেতারা বলছেন, তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনো বাধা দেবে না। কিন্তু, কা‌লো পতাকা প্রদর্শ‌নের ম‌ত কর্মসূচিতেও তারা হামলা করে এই সরকার প্রমাণ করেছে, তারা মুনা‌ফেকি গণতন্ত্র চায়।’

অনুম‌তি না থাকায় কর্মসূচি পালন কর‌তে দেয়া হয়নি- পু‌লি‌শের এমন বক্ত‌ব্যের বিষ‌য়ে মির্জা ফখরুল ব‌লেন, ‘সব ধরনের কর্মসূ‌চির অনুম‌তি নি‌তে হ‌বে কেন? ফুটপা‌তে দাঁড়ি‌য়ে কা‌লো পতাকা প্রদর্শন কর‌তে পার‌ব না কেন? এটা তো আমাদের মৌ‌লিক অধিকার। তাহ‌লে কি ঘ‌রের ম‌ধ্যে কথা বল‌তেও পু‌লি‌শের অনুম‌তি লাগ‌বে?’

‌তি‌নি অ‌ভি‌যোগ ক‌রেন, ‘পুরুষ পু‌লিশ সদস্যরা কার্যালয়ের ভেতরে ঢুকে দলের নারী নেতাকর্মী‌দের টে‌নে-হিঁচ‌ড়ে নি‌য়ে গে‌ছে।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আজ কর্মসূচি পালন করতে দেয়নি। যথাসময়ে আমরা কর্মসূচির ঘোষণা দেব।’

সংবাদ স‌ম্মেল‌নে বিএন‌পি নেতা‌দের ম‌ধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আবদুল আউয়াল মিন্টু, রুহুল আলম চৌধুরী, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজেম হোসেন আলাল প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

মন্তব্য করুন


 

Link copied