আর্কাইভ  রবিবার ● ১৯ মে ২০২৪ ● ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ১৯ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী       সৈয়দপুরে আচরণবিধি লঙ্ঘনে ৪০ হাজার টাকা জরিমানা টাকা দিতে অস্বীকার, জেলহাজতে চেয়ারম্যান প্রার্থী       নীলফামারীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ       চার বিভাগে হিট অ্যালার্ট জারি       জীবন্ত ঘোড়া দিয়ে প্রচারণায় সৈয়দপুরে চেয়ারম্যান প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা      

 width=
 

মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে-লালমনিরহাটে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

রবিবার, ৪ মার্চ ২০১৮, রাত ১০:২১

নিয়াজ আহমেদ সিপন, লালমনিহাট: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‘এই বছর থেকে সরকার প্রত্যেক মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে। মহান স্বাধীনতা ও বিজয় দিবসে বিশেষ ভাতা প্রদান করবে। বৈশাখী ভাতা দেবে।’ রোববার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমের সভাপতিত্বে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী আমানতুল্যা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োাজিত মহান মুক্তিযুদ্ধের ৬নং সেক্টরের পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া রাজাকারদের বিষয়েও তুলে ধরতে হবে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ব্যালটের মাধ্যমে বিজয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামীতেও তিনি দেশকে নেতৃত্ব দিয়ে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবেন। এখনও যারা নৌকায় উঠেনি, এখনই তাদের নৌকায় উঠতে হবে।’ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যদি কেউ ভুয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে অভিযোগ করে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আবার যদি প্রকৃত কোনো মুক্তিযোদ্ধা বাদ পড়ে, আবেদন করলে তদন্ত পূর্বক সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, লালমনিরহাট-২(কালীগঞ্জ-আদিতমারী) আসনের সাংসদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামানা আহমেদ, লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত আসনের সাংসদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, রুপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম পৌরসভার মেয়র শমসের আলী ও মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম নাজু প্রমূখ।

মন্তব্য করুন


 

Link copied