আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

রবিবার, ১১ মার্চ ২০১৮, দুপুর ০২:২৩

রোববার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আ: খালেক (৩৮) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গি উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দিনের ছেলে আঃ খালেকের সহিত এই গ্রামের শাহ আলমের সাথে দীর্ঘদিন যাবত পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ০৯/০৮/২০১২ ইং তারিখ সকালে শাহ আলমের বাবা আঃ হক তাহার ঘরে ঘুমায় ছিল। আঃ খালেক ছুড়ি দিয়ে আ: হকের বুকে উপুর্যপুরি আঘাত করে পালিয়ে যায়। আ: হক চিৎকার করিলে বাসার ও এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আঃ হক মারা যায়।

পরে রাতে শাহ আলম ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় আ: খালেককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বালিয়াডাঙ্গী থানার এস.আই আনোয়ারুল মামলার তদন্তভার গ্রহণ করে ঘটনাস্থল পরিদর্শন ঘটনাস্থলের ও আলামত জব্দ করেন তদন্ত করে চার্জশীট প্রদান করেন।

দীর্ঘদিন মামলার বিভিন্ন সাক্ষীদের সাক্ষ্যগ্রহন ও পুলিশের চার্জশীট মোতাবেক আ: খালেক দোষী প্রমানিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত করার রায় প্রদান করেন ।

মন্তব্য করুন


 

Link copied