আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

৮ ঘণ্টার অপেক্ষা, তবু সৈয়দপুরে যেতে পারলেন না ৬৭ যাত্রী

বুধবার, ২১ মার্চ ২০১৮, সকাল ০৭:৩৭

ডেস্ক: যান্ত্রিক ত্রুটি সারানো হলো। উড্ডয়নের জন্য প্রস্তুতও হলো বিমান। এর মধ্যে যাত্রীরা প্রায় আট ঘণ্টা ধরে অপেক্ষমাণ। কিন্তু সৈয়দপুরে পৌঁছাতে পারলেন না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭ যাত্রী। জানা গেছে, দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে না পারা ফ্লাইটটির সেই ত্রুটি সারানোর পর সন্ধ্যায় যাত্রার জন্য প্রস্তুত হলেও মেলেনি সৈয়দপুর বিমানবন্দরের অনুমতি। ফলে বাধ্য হয়ে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ। এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। মঙ্গলবার (২০ মার্চ) দুপুর ১২টা ২৮ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায় বিমানের ফ্লাইট নম্বর বিজি ৪৯৩। ড্যাশ-৮ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ১৮ মিনিট পর দুপুর ১২টা ৪৬ মিনিটে সেটি আবারও শাহজালালে নেমে আসে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, কেবিনে এয়ার প্রেশার কমে যাওয়ার কারণে ফ্লাইটটি ফিরিয়ে আনতে বাধ্য হয় বিমান বাংলাদেশ। যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিকাল ৩টার দিকে পরীক্ষামূলক ফ্লাইটের জন্য প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু সামরিক উড়োজাহাজের উড্ডয়নের কারণে ওই সময় পরীক্ষামূলকভাবে উড়োজাহাজটি চালানো যায়নি। এক ঘণ্টা পর বিকাল ৪টার দিকে আবারও পরীক্ষামূলকভাবে উড়োজাহাজটি চালানোর চেষ্টা করা হলেও ভিভিআইপি মুভমেন্টের জন্য ফ্লাইটের অনুমতি দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। আরও পরে, বিকাল ৫টার দিকে টেস্ট ফ্লাইয়িংয়ের মাধ্যমে উড়োজাহাজটি যাত্রী পরিবহনের জন্য প্রস্তুতি নেয়। শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টার দিকে যাত্রী নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নেয় ওই ফ্লাইট। কিন্তু সৈয়দপুর বিমানবন্দর অনুমতি না দেওয়ায় তা ছেড়ে যেতে পারেনি। পরে যাত্রীদের টার্মিনালে ফিরিয়ে আনা হয়। এতে যাত্রীরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটের যাত্রী তানজির ইসলাম বলেন, ‘আমরাদীর্ঘ সময় অপেক্ষা করেছি। শেষে সন্ধ্যা ৬ টার পর উড়োজাহাজে উঠিয়েও ফ্লাইটটি বাতিল করেছে। টিকিটের টাকাও ফেরত দেয়নি। যেহেতু আমি ট্রাভেল এজেন্টের কাছ থেকে টিকিট নিয়েছি, তাই তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। ফ্লাইট বাতিল করলে তারা আগেই যাত্রীদের জানাতে পারত। তাহলে এত সময় অপেক্ষা করতে হতো না।’ এ প্রসঙ্গে জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ফ্লাইটটি ফেরত আনা হয়েছিল। একইসঙ্গে ত্রুটি সারিয়ে টেস্ট ফ্লাইট করা হয়। মূলত বিভিন্ন ধরনের জটিলতায় টেস্ট ফ্লাই করতে দেরি হওয়ায় ফ্লাইটটির উড্ডয়ন সম্ভব হয়নি।’ শাকিল মেরাজ বলেন, যাত্রীদের দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা টাকা ফেরত চেয়েছেন, তাদের রিফান্ড করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাত্রীদের সৈয়দপুর নিয়ে যেতে। টেস্ট ফ্লাইংয়িংয়ের ক্ষেত্রে জটিলতা না হলে এ সমস্যা তৈরি হতো না।

মন্তব্য করুন


 

Link copied