আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১      

 width=
 

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে ঘরবাড়ীসহ ফসলের ব্যাপক ক্ষতি

শুক্রবার, ৩০ মার্চ ২০১৮, বিকাল ০৬:৫৯

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও বোরো ক্ষেতসহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার দুপুরে ২০ মিনিট স্থায়ী শিলাবৃষ্টি ও ঝড় হাওয়া প্রতিটি শিলাবৃষ্টি ১০০ থেকে ২৫০ গ্রাম ওজনের শিলাবৃষ্টি বর্ষিত হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী পৌরসভা এলাকা, রামখানা, রায়গঞ্জ, নেওয়াশী, সেনপাড়া, বামনডাঙ্গা, গাগলা ও কালিগঞ্জে ঝড় হাওয়ার সাথে ব্যাপক শিলাবৃষ্টি বর্ষিত হয়। এছাড়াও ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কদমেরতল, বালাবাড়ি ও অনন্তপুরে ব্যাপক শিলাবৃষ্টি বর্ষিত হয়েছে। এতে করে দুই উপজেলার প্রায় শতাধিক ঘর-বাড়ির পুরনো টিন বড় আকারের শিলাবৃষ্টিতে সম্পুর্ণরুপে নষ্ট হয়ে গেছে। শিলাবৃষ্টির সাথে দমকা বাতাসে উড়ে গেছে বেশকিছু ঘরের চাল। এসব এলাকায় দমকা ঝড় হওয়ায় ভেঙ্গে পড়েছে বাগানের সুপারী গাছসহ অন্যান্য গাছপালা। নাগেশ্বরী পৌরসভা এলাকার গোলাম কিবরিয়া জানান, আকষ্মিক শিলাবৃষ্টিতে তার ঘরের চালসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, শিলাবৃষ্টি ও ঝড় হাওয়ায় আমার ইউনিয়নের পরোটাই ক্ষতি সাধিত হয়েছে। নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্ল্যা আল ওয়ালিদ জানান, আমার ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে আগাম বোরো ধান, সুপারী বাগান ও মৌসুমী সবজিসহ গরীব মানুষের ঘরের টিনের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। অন্যদিকে এসব এলাকায় শিলাবৃষ্টিতে চলতি বোরো মৌসুমে ধান ক্ষেতের পাতা ছিড়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আগাম চাষ করা ধানের থোর আসা বোরোর ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। তবে কি পরিমান বোরো ক্ষেতের ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এছাড়াও দমকা হাওয়ায় সুপারীর গাছ ভেঙ্গে সুপারী বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। এব্যাপারে নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামসুজ্জামান বলেন, শিলাবৃষ্টি হলেও এ এলাকার প্রধান ফসল বোরো তেমন ক্ষতি হবে না। শিলাবৃষ্টিতে বোরো ধান গাছের পাতার কিছুটা ক্ষতি হলেও ফসলে এর কোন প্রভাব পড়বে না।

মন্তব্য করুন


 

Link copied